বিশেষ প্রতিবেদন- ৭১ সালে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করেছিল পাক বিমানবাহিনী, ২০১৯-এ তারই বদলা হয়ে গেল। প্রত্যাঘাত করা হবে-জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো প্রস্তুত করা হয়েছিল বায়ুসেনাকে। প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সোমবার খুব ভোরে নিয়ন্ত্রণ রেখা পার করে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জইশ ই মহম্মদ জঙ্গি ঘাঁটি। গোটা ঘটনায় ফের উপমহাদেশের আবহে যুদ্ধ হাওয়া। এর আগে কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার বদলায় নিয়ন্ত্রণ রেখা পার করে কমান্ডো অভিযান চালায় ভারত।
বায়ুসেনার আকাশ সীমা লঙ্ঘন একটি নজিরবিহীন ঘটনা। ১৯৭১ সালের পর এভাবে ভারতীয় বিমান বাহিনী কখনও বিনা অনুমতিতে কোনও দেশের সীমান্ত পার করেনি। সেক্ষেত্রে এই হামলার জবাব পাক সরকার কীভাবে দিতে পারে তা নিয়ে চলছে বিশ্লেষণ।
১৯৭১ সালে পূর্বা পাকিস্তানের মাটিতে সংঘর্ষ মুক্তিযুদ্ধ চলাকালীন পাক বিমান বাহিনী আচমকা হামলা চালায় ভারতের পশ্চিম সীমান্তে। ৩ ডিসেম্বর হামলা হয় পাঠানকোট ও অমৃতসরে। তারপরেই সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ভারতীয় সেনা। শুরু হয় একাত্তরের সংঘর্ষ। মাত্র ১৩ দিনেই গুঁড়িয়ে গিয়েছিল পাক বাহিনী। আর তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় আত্মসমর্পণ করে ৯০ হাজারের বেশি পাক সেনা। জন্ম নেয় বাংলাদেশ।
কিন্তু ৭১ সালের সংঘর্ষে পাক বিমান বাহিনীর সেই অপারেশন চেঙ্গিজ খান শুরু হওয়ার পর ভারতীয় বায়ু সেনার রাডার তার হদিস পায়নি। বোমা বর্ষণের পরেই জারি হয়েছিল বিশেষ সতর্কতা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবার সরাসরি যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। চার দশকের মাথায় এবার সরাসরি যেন সেই অপারেশন চেঙ্গিজ খানেরই যেন বদলা নিল ভারত সরকার। নিয়ন্ত্রণ রেখা পার করে বায়ু সেনার হামলা পাক মদতপুষ্ট জঙ্গি দমনের বিরাট প্রত্যাঘাত হয়েই বিবেচিত হবে।
The post অপারেশন ‘চেঙ্গিজ খান’ সেই স্মৃতি উসকে এবার ভারতের প্রত্যাঘাত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GQkk51
No comments:
Post a Comment