নয়াদিল্লি: ভোরে পাকিস্তানে ঢুকে এয়ার স্ট্রাইকে পাক জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারত। পুলওয়ামা হামলার পর এভাবেই জবাব দিয়েছে ভারতীয় বায়ুসেনা। আর এই পাল্টা জবাবের পর পরই নড়েচড়ে বসেছে পাকিস্তান। তাই সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হল ভারত।
এয়ার স্ট্রাইকের পরই সীমান্তের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক উরু হয়েছে ভারতে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনাপ্রধান বিপিন রাওয়াত ও বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া এই সংক্রান্ত বৈঠকে বসেছেন। পাকিস্তান যেন কোনোভাবেই কোনও আঘাত করতে না পারে, সেটাই সুনিশ্চিত করতে এই বৈঠক বলে মনে করা হচ্ছে।
১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমানের সাহায্যে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালিয়েছে পাকিস্তানের মাটিতে। অধিকৃত কাশ্মীরের বালাকোট থেকে মুজফফরাবাদ সেক্টর পর্যন্ত জঙ্গিদের বহু ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এই হামলাতেই প্রায় ২০০ থেকে ৩০০ জঙ্গির প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত।
এদিন সকালেই স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
যদিও ভারতীয় বায়ুসেনার হামলার কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তান। পাকিস্তান আর্মির মেজর জেনারেল আসিফ ঘাফুর একটি টুইটে লিখেছেন, ‘‘ভারতীয় বায়ু সেনা নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে হামলা চালিয়েছ৷ প্রথম অবস্থায় ভারতীয় বায়ু সেনা পুরো ব্যপারটা ধরতে পারেনি৷ ভারতীয় বায়ু সেনার বিমানগুলো ফিরে গেছে৷’’
অন্যদিকে সীমান্তের অন্যপারে লাহোরে পাকিস্তানের আর্মির সঙ্গে জরুরী বৈঠকে বসেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী৷ এই বৈঠকের পর পাকিস্তানের তরফ থেকে কোন রকম মুভমেন্ট করা হলে ভারতও স্বাভাবিকভাবেই জবাব দেবে৷ এবং তার অবশ্যম্ভাবি পরিনত হতে পারে যুদ্ধ৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷
The post এয়ার স্ট্রাইকের পর জরুরি বৈঠকে সেনাপ্রধান, এয়ার ফোর্সের চিফের সঙ্গে বৈঠকে দোভাল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GP4OpQ
No comments:
Post a Comment