নয়াদিল্লি: সন্ত্রাসবাদ ইস্যুতে দিন দিন নিঃস্ব হয়ে পড়ছে পাকিস্তান৷ হাসি চওড়া হচ্ছে ভারতের৷
সন্ত্রাসবাদ ইস্যুতে নয়াদিল্লির পাশে থাকার বার্তা আগেই দিয়েছে ওয়াশিংটন৷ এবার খোলাখুলি ভাবে ভারতের প্রত্যাঘাতকে সমর্থন করল ট্রাম্প প্রশাসন৷ বুধবার গভীর রাতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও৷
সূত্রের খবর, টেলিফোনে পম্পেও অজিত দোভালকে জানান পাকিস্তানের মাটিতে ঢুকে জইশ-ই-মহম্মদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারত যে পদক্ষেপ নিয়েছে তাতে পূর্ণ সমর্থন আছে ওয়াশিংটনের৷ আমেরিকা সবসময় ভারতের পাশে আছে বলে আশ্বাস দেন তিনি৷ মাইক পম্পেওর এই আশ্বাস ভারতের সবথেকে বড় কূটনৈতিক জয় বলেই দেখছে বিশেষজ্ঞ মহল৷
Sources: NSA Ajit Doval and US Secretary of State Mike Pompeo had a telephonic conversation late last night. Pompeo said that the US supported India’s decision to take action against JeM terror camp on Pakistani soil pic.twitter.com/9u5jx8GE9X
— ANI (@ANI) February 28, 2019
অন্যদিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিশ্রুতির কথা পাকিস্তানকে মনে করিয়ে দেয় ট্রাম্প প্রশাসন৷ কড়া ভাষায় জানিয়ে দিল জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করে নিরাপত্তা পরিষদকে দেওয়া প্রতিশ্রুতি পালন করুক পাকিস্তান৷ একই সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে দুই দেশকে সামরিক কার্যকলাপে এখানেই দাঁড়ি টানতে বলেছে আমেরিকা৷
পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলার নেপথ্যে রয়েছে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন৷ বুধবার পাকিস্তানের হাতে এসংক্রান্ত একগুচ্ছ দলিল ধরিয়ে দেয় ভারত৷ তার কিছুক্ষণের মধ্যে মুখ খোলে আমেরিকা৷ জানায়, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার হামলা এই অঞ্চলের নিরাপত্তার উপর বড় আঘাত৷ ট্রাম্প প্রশাসনের মুখপাত্র রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাকিস্তানের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন৷ জানান, জঙ্গিদের আশ্রয় দেওয়া ও তাদের অর্থের যোগান বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে৷
The post ভারতের প্রত্যাঘাতকে সমর্থন আমেরিকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EtRDHt
No comments:
Post a Comment