স্টাফ রিপোর্টার, কলকাতা: নৌসেরা সেক্টরে ঢুকে পড়া পাকিস্তানী বায়ুসেনার এফ১৬ বিমানকে তাড়া করে ধ্বংস করেছে ভারতের বায়ুসেনা৷ বুধবার সকালে পাকিস্তানের বায়ুসেনার কয়েকটি এফ১৬ বিমান ভারতের নৌসেরা সেক্টরে ঢোকে বোমা ফেলার চেষ্টা করে৷ ভারতের দু’টি মিগ-২১ যুদ্ধবিমান পাকিস্তানী এফ১৬-কে তাড়া করে৷
একটি এফ১৬ বিমাকে ধ্বংস করে দিলেও পরে একটি মিগ২১ ভেঙে পড়ে পাকিস্তানের সাত কিলোমিটার ভেতরে৷ পাকিস্তানের হাতে বন্দি হন ভারতের এক উইং কমান্ডার অভিনন্দন৷ পাকিস্তানের সংবাদমাধ্যম সহ সাধারণের টুইটারে এরপর একাধিক ভিডিও এবং ছবি পোস্ট হতে থাকে৷ যেখানে দেখা যায় অভিনন্দনকে মারধোর করা হচ্ছে, তার গাল বেয়ে রক্ত পড়ছে৷ এরপরই ফুঁসে ওঠে সারা দেশে৷ প্রশ্ন ওঠে তেজস, জাগুয়ার, সুখোইয়ের মতো যুদ্ধ বিমান থাকা সত্ত্বেও এফ১৬-কে রুখতে মিগ-২১ এর মতো বিমান কেন?
নৌসেরা সেক্টরে পাকিস্তানী বিমানকে তাড়া করতে কেন মিগ-২১ কেন?
বিশেষজ্ঞদের মতে মিগ২১ দিয়ে এফ১৬-কে নামিয়ে আনা এয়ার কম্বাট ব্যাটলে একেবারেই চমকপ্রদ ঘটনা৷ মিগ২১ খুব তাডা়তাড়ি রিঅ্যাক্ট করে৷ তেজস্ব , সুখোইয়ের মতো ভারতের অন্য যুদ্ধ বিমানগুলো আক্রমণ হানায় কয়েকগুণ এগিয়ে থাকলে ওগুলো রিয়্যাক্ট করতে সময় নেয়৷
আর৭৩ মতো শর্ট রেঞ্জ মিসাইল নিয়ে অনেক কম সময়ে শত্রুর পিছু ধাওয়া করতে পারে মিগ২১৷ ভারতের যে সেক্টরে পাক বায়ুসেনা যুদ্ধ বিমান নিয়ে ঢুকেছিল তার সবচেয়ে কাছের শ্রীনগর এয়ার বেসে মিগ২১ মজুদ ছিল৷ ঠিক এই কারণে প্রত্যুত্তর দিতে যাতে দেরি না হয় সেই জন্যই জাগুয়ার, সুখোই, তেজসের মতো অত্যাধুনিক বিমানের অপেক্ষা না করে মিগ২১ নিয়েই পাকিস্তানী সেনাবাহিনীকে তাড়া করে গেছিলেন ভারতীয় বায়ু সেনা জওয়ানরা৷
The post তেজস, সুখোই থাকতে এফ১৬-কে রুখতে মিগ-২১ কেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NvJbLR
No comments:
Post a Comment