হ্যামিলটন: লজ্জার ইনিংস ভারতের! প্রথম তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিকের পর চতুর্থ ম্যাচে ভারতীয় ব্যাটিংকে ছিঁড়ে খেলেন কিউয়ি পেসাররা৷ ভয়ংকর বোল্টের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের অসহায় আত্মসমপর্ণ৷ বৃহস্পতিবার সেডন পার্কে ৯২ রানে গুটিয়ে গেল ভারত৷ ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২১ রান খরচ করে পাঁচটি উইকেট তুলে নেন বোল্ট৷
তবে টেল এন্ডারদের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বনিম্ন রানের লজ্জার হাত থেকে বাঁচে রোহিত অ্যান্ড কোং৷ নইলে কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সর্বনিম্ন ইনিংস লেখা হতে পারত এদিনই। শেষদিকে কুলদীপ যাদবের ১৫ ও যযুবেন্দ্র চাহালের অপরাজিত ১৮ রানে ৯০’র গন্ডি পেরোয় ভারত। ওয়ান ডে ক্রিকেটে ভারতের সপ্তম সর্বনিম্ন স্কোর এটি। এদিন ভারতীয় ইনিংসে মাত্র চারজন ব্যাটসম্যানই দু’অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷ দাগ কাটতে ব্যর্থ রোহিত-ধাওয়ানের ওপেনিং জুটি৷ ২১ রানের বেশি তুলতে পারেনি ভারতীয় ওপেনাররা। মাইলস্টোন ম্যাচে ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ রোহিত শর্মা৷ ওয়ান ডে কেরিয়ারে ২০০তম ম্যাচ খেলছেন হিটম্যান৷ ব্যক্তিগত ১৩ রানে বোল্টের বলে এলবিডব্লিউ হন শিখর ধাওয়ান৷
এর দু’ওভার পরেই বোল্টের হাতে কট অ্যান্ড বোল্ড হন হিটম্যান৷ তাঁর অবদান ২৩ বলে ৭ রান৷ তার পর একে একে ড্রেসিংরুমে ফেরার মিছলে যোগ দেন শুভমন গিল, অম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক এবং কেদার যাদব৷ রায়ডু ও কার্তিক খাতাই খুলতে পারেননি৷ কেদারের অবদান মাত্র ১ রান৷ ছ’টি উইকেটের মধ্যে চারটিই তুলে নেন বোল্ট৷ দু’টি নেন কলিন গ্র্যান্ডহোম৷
এদিন ভারতীয় দলে দু’টি পরিবর্তন৷ বিরাটের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার জার্সিতে এদিন তিন নম্বরে ব্যাট করতে নামেন গিল৷ গত বছর এই নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে নজর কেড়েছিলেন পঞ্জাবের এই প্রতিশ্রুতিময় ব্যাটসম্যান৷ মূলত তাঁর ব্যাটে ভর করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত৷ বাউন্ডারি মেরে ভারতীয় দলের খাতা খুললেও বোল্টের বাউন্সার পুল করতে গিয়ে হেলমেটে খান গিল৷ তার পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে কাটাতে পারেননি পঞ্জাবের এই ডানহাতি৷ ২১ বল খেল একটি বাউন্ডারির সাহায্যে ব্যক্তিগত ৯ রানে বোল্টের হাতে কট অ্যান্ড বোল্ড হয়ে ড্রেসিরুমে ফেরেন শুভমন৷
৪০ রানে ৭ উইকেট হারিয়ে একসময় ওয়ান ডে ক্রিকেটে সর্বনিম্ন স্কোরে গুটিয়ে যাওয়ার শঙ্কা গ্রাস করে ভারতীয় শিবিরকে। সেখান থেকে সাত নম্বরে নামা হার্দিক পান্ডিয়ার ১৬ রান দলকে পার করে দেন সর্বনিম্ন ৫৪ রানের খাঁড়া। এরপর নবম উইকেটে কুল-চা জুটির ২৫ রান এবং শেষে খলিল আহমেদকে নিয়ে চাহালের ১২ রানের পার্টনারশিপ কিউয়িদের মাটিতে সর্বনিম্ন ৮৮ রানের গন্ডি টপকাতে সাহায্য করে ভারতকে।
The post ভয়ংকর বোল্টের সামনে ৯২ রানে শেষ ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UxugTH
No comments:
Post a Comment