Wednesday, January 30, 2019

অসমকে রক্তাক্ত করার ‘কারিগর’ বোড়ো জঙ্গি নেতার যাবজ্জীবন কারাদণ্ড

গুয়াহাটিঃ বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনডিএফবি ২০০৮ সালে ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত করেছিল অসমকে। ৮৮ জনের মৃত্যু ও বহু মানুষ জখম হয়েছিলেন। কম করে ১৮বার বিস্ফোরণে কেঁপে গিয়েছিল ব্রহ্মপুত্র উপত্যকা। সেই ভয়ঙ্কর অসম বিস্ফোরণ(২০০৮) মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হল জঙ্গি নেতা রঞ্জন দৈমারির। বাংলাদেশে দীর্ঘসময় ধরে আত্মগোপনে ছিল সে।

প্রশ্ন উঠছে, এরপর কি ফের অশান্ত হবে অসম। কারণ বোড়োল্যান্ডের পক্ষে থাকা সশস্ত্র সংগঠন এনডিএফবি(সংবিজিৎ) গোষ্ঠী এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেছে। এবার তাদের সংগঠনের প্রতিষ্ঠাতার চূড়ান্ত শাস্তি হওয়ার পর পরিস্থিতি আরও গরম হতে শুরু করেছে। এমনিতেই নাগরিকত্ব সংশোধনী নিয়ে প্রবল বিক্ষোভ চলছে অসমে। তার মাঝে রঞ্জন দৈমারির মতো জঙ্গি নেতার শাস্তিকে ইস্যু করে বোড়ো সংগঠনগুলি হিংসাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে। অসম জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।

আরও পড়ুন- বোড়ো না হয়েও বোড়োল্যান্ডের ‘রক্তচোষা বাদুড়’ সংবিজিৎ

বুধবার সিবিআই বিশেষ আদালত জঙ্গি নেতা তথা এনডিএফবি (ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ডের চেয়ারম্যান রঞ্জন দৈমারিকে সাজা দেয়। রায়ে আরও সাজা পেয়েছে জঙ্গি সংগঠনটির আরও কয়েকজন শীর্ষ নেতা। সাজাপ্রাপ্তরা হল- অজয় বসুমাতারি ওরফে ওয়াগাই,রাহুল ব্ৰহ্ম ওরফে খর্গেশ্বর ব্ৰহ্ম,রাজেন গয়ারি ওরফে রিফি খাং,মথুরাম ব্ৰহ্ম,রাজু সরকার,প্ৰভাত বোড়ো ওরফে থাপা,আনচাই বোড়ো ওরফে অজিত বোড়ো,নীলিম দৈমারি,ইন্দ্ৰ ব্ৰহ্ম,লকরা বসুমতারি,জয়ন্তী ব্ৰহ্ম ওরফে যুগমি এবং বিথরাই ওরফে বৈশাগি, জর্জ বোড়ো ওরফে বি জোয়াংখান।

সেই রক্তাক্ত ৩০ অক্টোবর- এক দশক আগের কথা। ২০০৮ সালের ৩০ অক্টোবর অসমের বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা বিস্ফোরণ হয়। গুয়াহাটির গণেশগুড়ি,পানবাজার এবং সিজেএম কোর্ট চত্বর সহ বরপেটা, কোকরাঝাড় ও বঙাইগাঁওয়ে প্ৰায় একইসঙ্গে এই ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী তরুন গগৈ ছিলেন জঙ্গিদের টার্গেট। তার সরকারি বাসভবনের কাছেই মিলেছিল আরডিএক্স। পরপর বিস্ফোরণে সেদিন অসম জুড়ে শুধুই মৃত্যু মিছিল। ৮৮ জনের মৃত্যু ও পাঁচশোর বেশি জখম হয়েছিলেন।

অসম বারে বারে রক্তাক্ত হয়েছে। কখনও আলফা হামলায় তো কখনও বোড়ো জঙ্গিদের নাশকতায়। পৃথক বোড়োল্যান্ডের দাবিতে বোড়ো জনজাতির একটি অংশ দীর্ঘ কয়েক দশক ধরেই সশস্ত্র পথ নিয়েছে। তারই প্রধান রঞ্জন দৈমারি। ১৯৮৬ সালের বোড়ো সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গঠন করে দৈমারি। তারপর নাম পাল্টে রাখা হয় এনডিএফবি। ২০০৫ সালে এই জঙ্গি সংগঠনটি ভারত সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে। এর পরেই সংগঠনে ফাটল ধরে। ইতিমধ্যে ২০০৮ সালের ৩০ অক্টোবর ঘটে যায় ধারাবাহিক বিস্ফোরণ। তারপরেই বাংলাদেশে চলে যায় রঞ্জন দৈমারি। ২০১০ সালে বাংলাদেশ থেকে রঞ্জনকে গ্ৰেপ্তার করা হয়। আর এনডিএফবি সংগঠনের মাথা হয় আইকে সংবিজিৎ। এই অ-বোড়ো জঙ্গি নেতার নির্দেশেই বোড়োল্যান্ডের দাবিতে বারে বারে রক্তাক্ত হয়েছে অসম।

বাংলাদেশ থেকে বন্দি হয়ে অসমে ফেরত আসার পর রঞ্জন দৈমারি ২০১৩-র জুন মাস থেকে অন্তর্বর্তী জামিন পায়। সর্বশেষ সোমবার গুয়াহাটির বিশেষ সিবিআই আদালতে তার শাস্তি হল।

The post অসমকে রক্তাক্ত করার ‘কারিগর’ বোড়ো জঙ্গি নেতার যাবজ্জীবন কারাদণ্ড appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SamFgl

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez