Thursday, January 31, 2019

ফের মেট্রোয় ধোঁয়া আতঙ্ক, ব্যাহত পরিষেবা

কলকাতা: ফের ধোঁয়া আতঙ্ক গ্রাস করল পাতালে৷ বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে দমদম থেকে ট্রেন ছাড়ার পর হঠাৎ ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা যায়৷ সঙ্গে সঙ্গে রেকটিকে দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়৷ তবে এই ঘটনায় দু’একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে খবর৷ ঘটনার জেরে দমদম থেকে নিউ গড়িয়াগামী লাইনে মেট্রো চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়৷ তবে আধঘণ্টার মধ্যের ফের মেট্রো চলাচল শুরু হয় ওই লাইনে৷

দিনের ব্যস্ত সময়ে মেট্রো চলাচল ব্যাহত হওয়ায় চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা৷ জানা গিয়েছে, এদিন সকাল ১০টা ৫৪ এর একটি মেট্রো নোয়াপাড়া থেকে ছাড়ার পর দমদম স্টেশনে ঢোকে৷ দমদম থেকে রেকটি বেলগাছিয়া ঢোকার পরই রেকটির তিনটি কামরার নিচে আগুনের ফুলকি দেখা যায়৷ সঙ্গে সঙ্গে রেকটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়৷ ঘটনাস্থলে পাঠানো হয় মেট্রোর নিরাপত্তা কর্মীদের৷ রেকটি থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের৷

কীভাবে রেকটি থেকে ধোঁয়া বের হল তার কারণ খোঁজা হচ্ছে৷ মেট্রোর তরফে এখনও বিবৃতি জারি করা হয়নি৷ তবে বারবার এইভাবে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা৷ ক্ষোভের সঙ্গে তারা জানিয়েছেন, হয় রেকগুলির রক্ষণাবেক্ষণ করা হোক অথবা বন্ধ করে দেওয়া হোক৷ এভাবে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে মেট্রোয় যাতায়াত করা আর সম্ভব নয়৷

The post ফের মেট্রোয় ধোঁয়া আতঙ্ক, ব্যাহত পরিষেবা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UtWzCw

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez