মুম্বই: বিয়ে না করেও যে সন্তান সুখ পাওয়া যায় তা প্রমাণ করে দিয়েছেন বলিউডের সেলিব্রিটিরা৷ তুষার কাপুর, করণ জোহরের মতো সেলিব্রিটিরা কারোর সঙ্গে সম্পর্কে না জড়িয়েও বাবা হয়েছেন৷ সেই তালিকায় সামিল হলেন একতা কাপুর৷ বিয়ে না করেই পেলেন মাতৃত্বের সুখ৷ থ্যাংকস টু সারোগেসি৷
সারোগাসির মাধ্যমে মা হলেন ডেইলি সোপ ক্যুইন৷ গত ২৭ জানুয়ারি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে তাঁর৷ এমনটাই জানিয়েছে মুম্বই মিরর৷ খবরে প্রকাশ, একতার সন্তান সুস্থ আছে৷ খুব তাড়াতাড়ি সন্তানকে বাড়ি নিয়ে আসবেন তিনি৷ ৪২ বছর বয়সী একতা মা হওয়ার আকাঙ্খার কথা আগেই জানিয়েছিলেন৷ একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন, তিনি মা হতে চান৷ কিন্তু বিয়ে নয়৷ বিয়ে কবে করবেন সেই নিয়ে বিশেষ ভাবনাও চিন্তা নেই তাঁর৷ কারণ বিয়ে করার সময় নেই একতার কাছে৷ বরং তিনি স্পা যাওয়া বেশি প্রেফার করবেন৷
একতার আগে তাঁর ভাই তুষার কাপুরও সারোগেসির মাধ্যমে বাবা হয়েছিলেন৷ ২০১৬ সালে লক্ষ্য নামে পুত্র সন্তানের সিঙ্গল ফাদার হন তুষার৷ পরে তিনি জানান, বাবা হওয়ার অভিজ্ঞতা দারুণ৷ সেটা শব্দের মাধ্যমে বোধানে সম্ভব নয়৷ ঠিক একই পদ্ধিততে সিঙ্গল ফাদার হন করণ জোহর৷ তিনি এখন যশ ও রুহি নামে যমজ সন্তানের প্রাউড ফাদার৷ একে একে বহু সেলিব্রিটি সারোগেসি পদ্ধতিতে সন্তান লাভ করেছেন৷ সেই তালিকায় আছেন শাহরুখ খান, আমির খান, সানি লিওনি৷ তবে এঁরা সকলেই বিবাহিত৷
The post মা হলেন সোপ ক্যুইন একতা কাপুর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UuXulT
No comments:
Post a Comment