Wednesday, January 30, 2019

দু’কোটি মূল্যের হেরোইন সহ ধরা পড়ল এক ব্যক্তি

মালদহ: মাদক পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড় এক ব্যক্তি৷ ইংরেজবাজার থেকে তাকে গ্রেফতার করা হয় ৷ উদ্ধার হয় প্রচুর হেরোইন৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কমলাবাড়ি বড়পুকুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে তল্লাশি অভিযান শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ সেখানেই মাদক পাচারকারীর থেকে ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় দু কোটি টাকা৷

এনসিবি-র আধিকারিকরা জানিয়েছেন, এই ব়্যাকেটের সঙ্গে আর যে যে যুক্ত রয়েছে তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে৷

গতকাল এনসিবি-র কাছে খবর আসে, মালদহে সুমন দাস নামে এক ব্যক্তি মাদক নিয়ে অন্য আরেক স্থানে যাচ্ছে৷ খবর পেয়েই সেখানে তাঁরা উপস্থিত হয়ে সুমন দাসকে আটক করে দু কোটি মূল্যের হেরোইন উদ্ধার করেন তারা৷ একটি মোবাইল ফোন এবং ৬৬০টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে তার থেকে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে আর কে কে এই পাচারের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা করা হচ্ছে৷

The post দু’কোটি মূল্যের হেরোইন সহ ধরা পড়ল এক ব্যক্তি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2HEgFYV

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez