শ্রীনগর: জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছিল তাঁর ছেলে৷ সেই ঔরঙ্গজেবের বাবা মহম্মদ হানিফ বিজেপিতে যোগ দিতে চলেছেন৷ সূত্রের খবর, সব ঠিক থাকলে ৩ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন৷ তাৎপর্যপূর্ণভাবে ওইদিনই জম্মুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা৷
শহিদের বাবার বিজেপিতে যোগদান যাতে মসৃণভাবে হয় সেই জন্য তাঁর বাড়িতে ঘনঘন যাতায়াত শুরু করেছেন দলের নেতারা৷ মহম্মদ হানিফের বিজেপিতে যোগদান কাশ্মীরবাসীর কাছে গেরুয়া শিবিরের প্রতি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলে মনে করছেন দলের নেতারা৷ ছেলে ঔরঙ্গজেবের মতো বাবা হানিফও ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন৷
শ্রীনগর থেকে ২৫০ কিলোমিটার দূরে সালানি গ্রামের মেন্ধরের বাসিন্দা ছিলেন ঔরঙ্গজেব। ২৩ রাষ্ট্রীয় রাইফেলসের এই জওয়ানকে অপহরণ করেছিল জঙ্গিরা৷ তিনদিন পর কালামপোরা থেকে ১০ কিমি দুরে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী৷ ওই জওয়ানের মাথা ও গলায় বুলেটের আঘাত পাওয়া গিয়েছে৷ ঔরঙ্গজেবের মৃত্যুর পর তাঁর আত্মীয় ও বন্ধুরা তাঁর বাড়িতে হাজির হন ও ঔরঙ্গজের অপূর্ণ অভিযান সম্পূর্ণ করার শপথ নেন। সেনা ও পুলিশে যোগদান করে ঔরঙ্গজেবের হত্যাকারীদের প্রতিশোধ নেওয়ার জন্য সৌদি আরব ছেড়ে চলে এসেছেন অন্তত ৫০ জন যুবক।
কুখ্যাত হিজবুল মুজাহিদিন জঙ্গি সমীর বুখারি এনকাউন্টারে জড়িত ছিলেন ঔরঙ্গজেব৷ বুরহান ওয়ানির পর এই জঙ্গি ক্রমশ দক্ষিণ কাশ্মীরের ত্রাস হয়ে দাঁড়িয়েছিল৷ A++ ক্যাটাগরির জঙ্গি তালিকায় তার নাম ছিল৷ কাশ্মীরের একাধিক হিংসাত্মক ঘটনায় তার নাম উঠে আসে৷
The post মোদীর জনসভায় বিজেপিতে যোগ দেবেন শহিদ ঔরঙ্গজেবের বাবা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2FZDd4L
No comments:
Post a Comment