কলকাতা: ডরনা মানা হ্যায়! ঘরের মাঠ থেকে বিদেশ সফরে এটাই যেন কোহলির মূলমন্ত্র৷ বাইজ গজে ব্যাট হাতে রানের ফুলঝুরি, আর নেতা হিসেবে আগ্রাসন৷ দুইয়ের কারণে ক্রিকেট গ্রহে বিরাট কখনও খ্যাতির চূড়ায় কখনও বা সমালোচনার সাগরে৷
ক্রিকেটার বিরাটের এহেন অতিরিক্ত আগ্রাসী মানসিকতায় অবশ্য কোনও ভুল দেখছেন না ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস৷ জেতার খিদের জন্য কোহলির আগ্রাসনে ভুল দেখছেন না ভিভ৷ এর আগে বিরাটের আগ্রাসনে মজেছেন প্রাক্তন অজি অধিনায়ক অ্যালেন বর্ডার৷
আরও পড়ুন- বিরাট আগ্রাসনে মজে অজি কিংবদন্তি
পারথ টেস্টে হারের পাশাপাশি বিরাটের আচরণে অন্তোষ প্রকাশ করেছেন অনেকেই৷ মাইক হাসি, মিচেল জনসন এবং সঞ্জয় মঞ্জেরেকররা যখন বিরাটের আচরণ নিয়ে সমালোচনা করছেন৷ ঠিক তখন বিরাটের আগ্রাসনকে সাধুবাদ জানিয়েছেন কিংবদন্তি অজি ব্যাটসম্যান বর্ডার৷ ক্রিকেটকে বাঁচাতে এই ধরনের ব্যক্তিত্বের প্রয়োজন বলেও মনে করেন প্রাক্তন অজি অধিনায়ক৷ এবার বিরাটদের আগ্রাসনের প্রশংসা করে তাঁর পাশে দাঁড়ালেন ভিভ রিচার্ডস৷
কলকাতায় এক অনুষ্ঠানে কোহলি বন্দনায় মেতে উঠে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন, ‘বিরাট পরিশ্রম করে, তাই ফলের আশা করে৷ যেকোনও মূল্যে ম্যাচ জিততে চায়৷ সমালোচকরা যাই বলুন না কেন, কোহলির আগ্রাসন মাত্রা ছাড়িয়েছে বলে কোনও দিনই মনে হয়নি৷ বিরাটের এই আবেগটা দারুণভাবে উপভোগ করি৷ কোহলির এই আগ্রাসনই ভারতীয় দলে অন্য মাত্রা এনে দিয়েছে৷ এখন ভারত পাল্টা দিতে জানে৷’
আরও পড়ুন- মুখোমুখি লড়াইয়ে ডেপুটিকে টেক্কা ভারতীয় ক্যাপ্টেনের
কোহলির পাশপাশি বিদেশের মাটিতে ভারতীয় দলের আক্রামণাত্মক মানসিকতাও ভিভের হৃদয় ছুঁয়েছে৷ ক্রিকেট জীবনে ব্যাট হাতে ভয় ডরহীন ছিলেন তিনি৷ বিরাট ও নতুন প্রজন্মের ভারতীয় দলের ভয় ডরহীন আচরণে মজেছেন ভিভ৷
এপ্রসঙ্গে ক্যারিবিয়ান প্রাক্তনি আরও বলেন, ‘৮০-৯০ এর দশকে ভারতকে এমন আক্রমণাত্মক কোনওদিনই দেখিনি৷ অন্যরা আগ্রাসন দেখালে ভারত কেন দেখাবে না? এখানেই নেতা কোহলি আমার পছন্দের তালিকায় শীর্ষে৷ মাঠে নামলে কোহলির ভারত এখন আর কোনও দলকে ভয় করে না৷’
অন্যদিকে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে কোহলিদের ফেভারিট বলছেন ভিভ৷ সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে ১৪৬ রানে হারিয়ে টিম পেইনের অস্ট্রেলিয়া দারুণভাবে কামব্যাক করলেও ভিভের বিশ্বাস, ‘কোহলিরা এখনও সিরিজ জয়ের দাবি রাখে৷’ সেই সঙ্গে কিংবদন্তি ক্রিকেটার অজি দলে স্টিভ-ওয়ার্নার জুটির অভাবের কথা মনে করিয়ে দেন৷
The post কোহলির আগ্রাসনে ভুল দেখছেন না ভিভ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CqUDUU
No comments:
Post a Comment