Monday, December 31, 2018

কাশ্মীরে ‘সার্জিকাল স্ট্রাইক’ করতে গিয়ে মুখ পুড়ল পাক সেনার

কলকাতা: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পালটা ‘সার্জিকাল স্ট্রাইক’করতে এসে মুখ পুড়িয়ে ফিরতে হল পাকিস্তানের সেনাকে৷ নয়া প্রধানমন্ত্রী ইমরান খানকে নববর্ষের উপহার দিতে চেয়েছিলেন পাক সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়া৷ কিন্তু সীমান্তে ভারতীয় সেনার পালটা গুলির মুখে পিছনে ‘দে-ছুট’পাক সেনার৷ ইমরান খানকে উপহার দেওয়া তো দূরের কথা৷ লজ্জায় মুখ লুকিয়েছেন সেনপ্রধান বাজওয়া৷ সকাল পর্যন্ত কিছু বলে ওঠার সাহস দেখাতে পারেননি ইমরানও৷

শনিবার ভোর রাতে জম্মু ও কাশ্মীরের নওগাম সেক্টরের ঘন জঙ্গলে লুকিয়ে পাক স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) বিশেষ দল ‘ব্যাট’নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে প্রবেশ করতে চেষ্টা করে৷ স্যাটেলাইট ইমেজ থেকে তথ্য পেয়ে যায় ভারতীয় সেনাও৷ ভারতীয় সেনার পালটা গুলির মুখে দুই পাক ‘ব্যাট’জাওয়ানের মৃত্যু হয়েছে৷ বাকিয়া গুলির ভয়ে পালিয়ে যায়৷

তবে বছরের শেষে সার্জিকাল স্ট্রাইক করার জন্য আঁটোসাটো পরিকল্পনা নিয়েই নেমেছিল পাকিস্তান৷ যে ব্যাট জাওয়ানদের পাঠানো হয়েছিল, তারা নাকি বিশেষ ভাবে সীমান্ত পেড়িয়ে আক্রমণ করার জন্য প্রশিক্ষিত৷ পাক সেনা, এয়ার ফোর্স এবং বিশেষ ভাবে প্রশিক্ষিত জঙ্গীগোষ্ঠীর সন্ত্রাসবাদীদের নিয়েই ব্যাট তৈরি হয়েছে৷ কিন্তু শনিবারের ঘটনার পর সেনপ্রধান বাজওয়ার মাথায় হাত পড়ে গিয়েছে৷ প্রশিক্ষণ কতটা ভুলত্রুটি মুখ্ত ছিল, তা এখন বাজওয়ার প্রধান চিন্তা৷

শুক্রবার শেষ রাতে এবং শনিবার ভোরের অপরেশনে ভারতীয় শেনা এবং বিএসএফের পোশাক পড়িয়ে অনেক ‘ব্যাটকে’ পাঠিয়েছিল পাকসেনাপ্রধান৷ বেশকিছু জঙ্গীগোষ্ঠীর সদস্যসেও পাঠানো হয়েছিল৷ পরিকল্পনা ছিল, ঘরা পড়ে গেলে বলে দেওয়া যাবে, পাক সরকারের কোনও হাত নেই৷ কারণ পৃথক জঙ্গীগোষ্ঠীদের দ্বারাই ওই আক্রমণ হয়েছে৷ তবে, বাজওয়ার ‘ব্লাড প্রেশার’ বাড়িয়ে ব্যাট পালিয়েছে পাকিস্তানে৷ ফেলে রেখে গিয়েছে পাক সেনার অস্ত্রশস্ত্র৷ প্রমাণের জন্য যথেষ্ট৷

রবিবার বিকেল থেকে ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে হেভি শেলিং শুরু করে পাকিস্তান সেনা। অভিজ্ঞতা অনুযায়ী এরপরেই সতর্ক হয়ে যায় সেনাবাহিনী। কড়া ভাষায় পালটা পাকিস্তানকে জবাব দিতে শুরু করে ভারতীয় সেনাও। একই সঙ্গে শুরু হয় সার্চ অপারেশন। এরই মধ্যে ভারতীয় সেনার রেডারে ধরা পড়ে কিছু ব্যক্তি সীমান্ত ক্রশ করছে। হাই-অ্যালার্ট জারি হয় সেনাবাহিনীতে।

সীমান্ত পের হওয়ার সঙ্গে তাদের টার্গেট করে শুরু হয় ভারতীয় সেনার গুলি বর্ষন। অতর্কিত হামলায় রীতিমত সমস্যায় পড়ে যায় ব্যাটের জওয়ানরা। পালাতে শুরু করে। সেই সময় ভারতীয় সেনার গুলিতে দুই পাকিস্তান ফোর্সের জওয়ান খতম হয়েছে বলে খবর।

The post কাশ্মীরে ‘সার্জিকাল স্ট্রাইক’ করতে গিয়ে মুখ পুড়ল পাক সেনার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2BSSTlS

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez