Sunday, December 30, 2018

মৃণাল সেনের প্রয়াণে মর্মাহত বিশিষ্টজনেরা

অরুণাভ রাহারায়, কলকাতা: চলে গেলেন কিংবদন্তী পরিচালক মৃণাল সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া চলচ্চিত্র জগত থেকে রাজনৈতিক মহলে৷ ট্যুইটে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লেখেন, মৃণাল সেনের প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল চলচ্চিত্র জগতের৷

মৃণাল সেনের মৃত্যুর খবর পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না চিত্র পরিচালক গৌতম ঘোষ৷ কলকাতা ২৪x৭ এর প্রতিনিধিকে ফোনে তিনি বলেন, ‘‘আমি এখন হিমাচলে আছি৷ পাঁচ মিনিট আগে খবর পেলাম৷ বিশ্বাস করতে পারছি না৷ তিন সপ্তাহ আগে আমি আর আমার স্ত্রী গিয়ে মৃণালদার সাথে এত গল্প করে এলাম৷ কত গল্পই না করলাম৷ কি বলব জানি না৷ চলচ্চিত্র জগতের নক্ষত্র পতন৷ এত ভালোবাসা ও স্নেহ পেয়েছি তাঁর কাছ থেকে৷ খবরটা ভাবতে পারছি না৷ নিজেকে বিধ্বস্ত লাগছে৷’’

প্রতিক্রিয়া দেন কবি সুবোধ সরকার৷ কাজের সূত্রে তিনি এখন উত্তরবঙ্গে আছেন৷ সেখান থেকে ফোনে প্রতিক্রিয়ায় জানান, ‘‘যে তিন নক্ষত্র আধুনিক বাংলা চলচ্চিত্রের জনক ছিলেন সেই তিন জনের শেষ জন ছিলেন মৃণাল সেন৷ প্রচুর স্মৃতি আছে তাঁর সাথে আমার৷ তিনি শুধু দেশের নয় আন্তর্জাতিক স্তরেও জনপ্রিয় ছিলেন৷ চলচ্চিত্র জগতের নক্ষত্র পতন হল’’

মৃণাল সেন সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত জানান, দীর্ঘসময় তাঁর সঙ্গে কাটিয়েছি৷ খুব খারাপ লাগছে৷ যে কাজের ছাপ তিনি রেখে গিয়েছেন তা নিয়ে বারবার আলোচনা হবে৷ আমার দেখা ওঁর ছবির মধ্যে ভালো লাগে বাইশে শ্রাবণ, একদিন প্রতিদিন, মাটিরা মানিষা ইত্যাদি৷ খুব মজার মানুষ ছিলেন৷ অনর্গল কথা বলতেন৷ কথা বলে ক্লান্ত হতেন না৷ এক বছর আগে স্ত্রী বিয়োগের পর থেকে ভেঙে পড়েন তিনি৷

The post মৃণাল সেনের প্রয়াণে মর্মাহত বিশিষ্টজনেরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EZcqUO

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez