কলকাতা: ফের ফাটল হাওড়া পুরসভা এলাকার ভূগর্ভস্থ জলের পাইপে৷ হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের ডুমুরজবলা স্টেডিয়ামের কাছে জলের পাইপ ফেটে গিয়েছে৷ হু হু করে জল বেরিয়ে যাচ্ছে৷ ফলে পুর এলাতায় জলসঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন শহরবাসী৷
ঘটকপুকুর থেকে এই ভূগর্ভস্থ পাইপের মাধ্যমেই জল সরবরাহ করা হয় হাওড়া শহরে৷ এক সপ্তাহ আগে এখই ঘটনা ঘটনা ঘটে৷ মেরামতি করা হয় পাইপ লাইন৷ সপ্তাহ কাটতে না কাটতেই ফের পাইপ ফেটে বিপত্তি৷ ওই পাইপের তিন জায়গায় ফাটল ধরেছে বলে জানা গিয়েছে৷
হাওড়া পুরনিগম সূত্রে খবর, ফাটা পাইপ মেরামতির জন্য বন্ধ করতে হবে ড্রেনেজ ক্যানাল রোড৷ বছর শেষে উৎসবের আমেজ৷ ওই রাস্তা বন্ধ রাখলে ট্রাফিকের আসুবিধা৷ তাই মঙ্গলবার দুপুর থেকে শুরু করা হতে পারে ফাটা পাইপ মেরামতির কাজ৷ তবে পাইপের ফাটা অংশ দিয়ে সাময়িতভাবে জল বের হওয়া আটকানো যায় কীভাবে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে রয়েছেন পুরনিগমের ইনঞ্জিনিয়ররা৷
The post হাওড়ায় ফের জলের পাইপে ফাটল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EZb7Gr
No comments:
Post a Comment