সিডনি: গা-ঘামানোর ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে বিপত্তি। শুক্রবার গোড়ালির চোট প্রথম টেস্ট থেকে ছিটকে দিয়েছে ভারতের তরুণ প্রতিভা পৃথ্বী শ’কে। স্বভাবতই ৬ ডিসেম্বর অ্যাডিলেডে প্রথম টেস্ট শুরুর আগে যা বড়সড় ধাক্কা ভারতীয় দলের পারমুটেশন-কম্বিনেশনে। গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম টেস্টে ভারতীয় দলের ওপেনিংয়ে বিকল্প না থাকায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে ভরসা রাখতে হবে রাহুল-বিজয় জুটির উপর। সিরিজ শুরুর প্রাক্কালে দু’দলের কম্বিনেশন নিয়ে নানা সময় নানা উপদেশ দিচ্ছেন প্রাক্তন নামী-দামী ক্রিকেটারেরা। সেই তালিকায় নয়া সংযোজন ইংল্যান্ড কিংবদন্তি মাইকেল ভন। পৃথ্বী চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায় টপ-অর্ডারে ভারতীয় দল ভরসা রাখতে পারে রোহিত শর্মার উপর, এমনটাই মত ভনের।
আপাতত ডাক্তার ও ফিজিওর নজরদারিতে রিহ্যাব চলবে বছর ঊনিশের তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান পৃথ্বীর৷ আশা করা হচ্ছে দ্বিতীয় টেস্টের আগে পৃথ্বী ম্যাচ ফিট হয়ে উঠবেন৷ তবে ল্যাটারাল লিগামেন্টে সিরিয়াস ইনজুরি অভিষেক টেস্টে শতরানকারী ব্যাটসম্যানটিকে যে প্রথম টেস্ট থেকে ছিটকে দিয়েছে, সেবিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স হোক কিংবা নিউজিল্যান্ডে ভারতীয় ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ। ব্যাট হাতে ধারাবাহিকভাবে নজর কেড়েছেন তরুণ এই মুম্বইকার। এমনকি চোট পেয়ে বেরিয়ে যাওয়ার আগে চলতি প্রস্তুতি ম্যাচেও পৃথ্বীর ব্যাট থেকে এসেছে ৬৯ বলে ৬৬ রানের ইনিংস। সুতরাং অ্যাডিলেড ওভালে প্রথম টেস্টে ভারতীয় দলের ওপেনিংয়ে পৃথ্বীই ছিলেন প্রথম পছন্দ। ক্রিকেট অনুরাগীরাও মুখিয়ে ছিলেন অস্ট্রেলিয়া সিরিজে পৃথ্বীর ব্যাটিং দেখতে।
স্বভাবতই পৃথ্বীর চোট যে প্রাথমিকভাবে ঝটকা দিয়েছে ভারতীয় শিবিরে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে পৃথ্বীর অনুপস্থিতিতে ভারতীয় দল ওয়ান ডে ব্যাটিং তারকা রোহিতের উপর ভরসা রাখতেই পারে বলে মনে করছেন মাইকেল ভন। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক লেখেন, ‘টেস্ট ক্রিকেটে মাস্টার ক্লাস না হলেও টপ-অর্ডারে রোহিত ভারতীয় দলের জন্য দারুণ নির্বাচন হবে।’ পৃথ্বীর হঠাৎ চোট পেয়ে বেরিয়ে যাওয়াকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে টপ অর্ডারে রোহিতকে অন্তর্ভুক্ত করার জন্য ভারতীয় দলকে উপদেশ দিয়েছেন ভন।
চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে মাত্র দুটি টেস্ট খেলেছেন ওয়ান ডে ফর্ম্যাটে কোহলির ডেপুটি। প্রথম দুই টেস্টে খারাপ পারফরম্যান্সের কারণে তৃতীয় টেস্টের দল থেকে বাদও পড়েন রোহিত। এছাড়া ক্যাঙ্গারুর দেশেও ৩টি টেস্ট ম্যাচে রোহিতের পারফরম্যান্স আহামরি নয়। ২৮.৮৩ গড়ে তিনটি ম্যাচ থেকে রোহিতের সংগ্রহ ১৭৩। তাই প্রথম টেস্টের আগে ভনের পরামর্শ মত রোহিতের অতীত পরিসংখ্যান টিম ম্যানেজমেন্টকে খুশি করতে পারে কিনা, সেটাই এখন দেখার।
https://twitter.com/MichaelVaughan/status/1068471258357088256
The post পৃথ্বীর বদলি রোহিতকে চাইছেন ভন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DS0ljY
No comments:
Post a Comment