Saturday, December 22, 2018

জল্পনা উস্কে পুতিন বললেন ফের করতে পারেন বিয়ে

মস্কো: আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বরাবরই খবরে থাকেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে, ব্যক্তিগত জীবন তিনি গোপনই রাখেন। তাঁর ব্যক্তিগত কোনও সম্পর্কও খুব একটা চর্চিত হয়নি। তবে এবার দিলেন চমক। বললেন, ফের বিয়ে করতে পারেন তিনি।

বছর ৬৬-র প্রেসিডেন্ট হয়ত শীঘ্রই বিয়ে করবেন। নিজে মুখেই সে কথা জানিয়েছেন তিনি। বার্ষিক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন তিনি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। বিবাহ বিচ্ছিন্ন পুতিন দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছেন কিনা জানতে চান এক সাংবাদিক। জবাবে পুতিন বলেন, ‘‘ভদ্র-সভ্য মানুষ আমি। কখনও না কখনও বিয়ে তো করতেই হবে।’’

১৯৮৩ সালে ল্যুদমিলা পুতিনাকে বিয়ে করেন পুতিন। ব২০১৩-তে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে, মারিয়া পুতিনা এবং ইয়েক্যাতরিনা পুতিনা। তাঁদের সঙ্গে অবশ্য রাজনীতির কোনও সম্পর্ক নেই। তবে প্রথম থেকেই প্রচারের আলো থেকে দূরে তাঁরা। রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। ২০১৪ সালে পুতিনের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে ক্রেমলিন। তবে বিয়ে ভাঙার কারণ আজও জানা যায়নি।

ল্যুদমিলার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর আলিনা কাবায়েভা নামের অলিম্পিক্স ফেরত এক জিমন্যাস্টের সঙ্গে নাম জড়ায় পুতিনের। যদিও পুতিন নিজে সেই সম্পর্কের কথা অস্বীকার করেন। ২০১৬ সালে আলিনার বোন ও ঠাকুমার নামে সম্পত্তি হস্তান্তরের কথা সামনে আনে সংবাদ সংস্থা রয়টার্স। তবে পুতিনের এদিনের জবাবে তাঁর বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

The post জল্পনা উস্কে পুতিন বললেন ফের করতে পারেন বিয়ে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2T5wDwa

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez