লখনউ: বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে মৃত্যু হয়েছে পুলিশের হেড কনস্টেবল সুরেশ ভটসের৷ এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মৃতের ছেলে বি কে সিং৷ বুলন্দশহরের পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমারের মৃত্যুর প্রসঙ্গ টেনে উত্তরপ্রদেশ পুলিশকে বিধেন তিনি৷ কান্নামিশ্রিত গলায় জানান, ‘‘পুলিশ যেখানে তাদেরই এক সহকর্মীকে নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে সাধারণ মানুষের কী করে নিরাপত্তা দেবে?’’
কনস্টেবল মৃত্যুর পরই রাজ্য সরকারের তরফে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়৷ তারপরই ছেলের প্রতিক্রিয়া, ক্ষতিপূরণ দিয়ে কী হবে? যে চলে গিয়েছে তাঁর কি ফিরে আসা সম্ভব? বাবার মৃত্যুর জন্য পুলিশকেই দায়ী করেন বি কে সিং৷ জানান,পুলিশের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বাবার৷ বুলন্দশহরেও একই ঘটনা ঘটেছে৷ তারপর পুলিশের কাছ থেকে কী প্রত্যাশা থাকতে পারে? যে পুলিশ তাদের সহকর্মীকে নিরাপত্তা দিতে পারে না তারা রাজ্যের মানুষকে কতটা নিরাপত্তা দিতে পারবে?
এদিকে গাজিপুর পুলিশ মৃত্যুর ঘটনায় এখনও অবধি ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে৷ শনিবারের ঘটনার পর ১১টি অভিযোগ দায়ের হয়৷ তারমধ্যে ৩টি কেসে অভিযুক্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়৷ রাজ্য পুলিশের ডিজিপি ও পি সিং ট্যুইট করে জানান৷ পাশাপাশি এই ঘটনায় জড়িত সকলকেই কড়া শাস্তি দেওয়া হবে জানান৷
পুলিশ মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় নিশাদ সম্প্রদায়৷ তবে পুলিশ মৃত্যুর দায় তারা এড়িয়ে গিয়েছে৷ নিশাদ সম্প্রদায়ের প্রধান সঞ্জয় কুমার জানান, পুলিশ মৃত্যুর ঘটনায় তারা কোনওভাবেই জড়িত নয়৷ যদিও পুলিশের রিপোর্ট অন্য কথা বলেছে৷
শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের দাবিতে হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করছিলেন নিশাদ সম্প্রদায়ের সদস্যরা৷ বিক্ষোভকারীদের হঠাতে সেখানে পাঠানো হয় কনস্টেবল সুরেশ ভটকে৷ হাইওয়ে থেকে বিক্ষোভকারীদের সরাতে গেলে শুরু হয় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ৷ তখন পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়৷ সেই একটি পাথর এসে লাগে কনস্টেবলের মাথায়৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ সেখানেই মৃত্যু হয় তাঁর৷
চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় পুলিশ খুনের ঘটনা ঘটল যোগীর রাজ্যে৷ এর আগে গোহত্যাকে কেন্দ্র করে হিংসার ঘটনায় পুলিশ অফিসার সুবোধ কুমারের খুন নিয়ে এখনও জারি চর্চা৷ তারই মাঝে আরও এক উর্দিধারী খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায় উত্তরপ্রদেশে৷ তড়িঘড়ি নিহত পুলিশ অফিসারের পরিবারকে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করে বিক্ষোভ প্রশমনের চেষ্টা যোগী আদিত্যনাথ প্রশাসনের৷
The post ‘কেন পুলিশ বাবাকে নিরাপত্তা দিতে পারল না?’ প্রশ্ন মৃত কনস্টেবল পুত্রের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2QfiRFC
No comments:
Post a Comment