Saturday, December 1, 2018

‘রাহুলের কথায় নয়, ইমরান খানের আমন্ত্রণে পাকিস্তান গিয়েছিলাম’

নয়াদিল্লি: বেকায়দায় পড়ে ১৮০ ডিগ্রী ঘুরে গেলেন নভজ্যোত সিং সিধু৷ কয়েক ঘন্টা পার হয়েছিল, তারপরেই বয়ান বদল৷ প্রথমে বলেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কথা মতো পাকিস্তান সফরে গিয়েছিলেন তিনি৷ তার কয়েক ঘটনা যেতে না যেতেই হাইকমাণ্ডের চাপ৷ তারপরেই সুর বদলে পরিস্কার জানিয়ে দিলেন রাহুল গান্ধী তাঁকে নাকি কখনই পাকিস্তান যেতে বলেননি৷

তাহলে? সংবাদমাধ্যমকে দায়ি করে সিধুর সাফ জবাব ‘বক্তব্যের বিকৃতি ঘটাবেন না৷ আমি কখনই বলিনি যে কংগ্রেস সভাপতি আমাকে পাকিস্তান যেতে বলেননি৷ বরং পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে সেখানে গিয়েছি আমি৷’ শুক্রবার প্রায় মধ্যরাতে ট্যুইট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি৷ তবে তাঁর এই ইউ টার্নে বেশ জমে উঠেছে বিরোধী রাজনীতির খেলা৷

তিনি আরও বলেন পাকিস্তানের যাওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে ছিলেন৷ কারণ তিনি তাঁর বন্ধু৷ সেই বন্ধুর আমন্ত্রণে সাড়া দিয়েই পাকিস্তান সফর করেছেন তিনি৷ এখানে রাহুল গান্ধী কোনও ভাবেই যুক্ত নন৷

উল্লেখ্য, শুক্রবারই সিধু জানিয়েছিলেন তাঁর পাকিস্তান সফর নিয়ে সবাই অবগত ছিলেন৷ দিল্লির কংগ্রেস হাইকমান্ডও এই বিষয়ে জানত৷ কিন্তু দিল্লির তরফ থেকে কোনও আপত্তি আসেনি৷ পঞ্জাব মুখ্যমন্ত্রী আমার বাবার মতো৷ তাঁকে জানাই আমি আগে প্রতিশ্রুতি দিয়ে এসেছি৷ সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পাকিস্তান যেতে হবে৷’’ এরপরেই তাঁর সংযোজন, রাহুল গান্ধী তাঁর ক্যাপ্টেন৷ সেই ক্যাপ্টেনের অনুমতি নিয়ে পাকিস্তান যান সিধু৷

আরও পড়ুন : রাহুলের অনুমতি নিয়েই পাকিস্তান গিয়েছি: বিস্ফোরক সিধু

এরআগে, ২৮ নভেম্বর শিখ ধর্মগুরু নানকের জন্মস্থান পাকিস্তানের কর্তারপুরে ভারতীয় শিখদের যাওয়ার জন্য করিডর উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নভজ্যোৎ সিং সিধু ও পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ সেখানে তোলা একটি ছবিতে খালিস্তানপন্থী নেতা গোপাল সিং চাওলা ও সিধু এক সঙ্গে দেখা যায়৷ সেই ছবি পোস্ট করেন স্বয়ং গোপাল সিং৷ তারপর থেকেই শুরু হয় একের পর এক বিতর্ক৷

রাহুল গান্ধীর অনুমতি নিয়ে পাকিস্তান গিয়েছেন এই মন্তব্য সামনে আসার পরেই আরও বিতর্ক শুরু হয়৷ সরাসরি কংগ্রেস সভাপতির দিকে অভিযোগের আঙুল ওঠায় ড্যামেজ কন্ট্রোলে নামেন কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক মনু সিংভি৷ সিধুর মন্তব্যের জেরে তিনি বলেন কেন্দ্র আসল ঘটনাকে ধামাচাপা দিতে জোর করে বিতর্ক উসকে দিয়েছে৷ সিধু নিজের অবস্থান আগেই পরিষ্কার করেছেন, পঞ্জাব সরকারও তাদের বক্তব্য দিয়েছে৷ তারপরেও বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা করা হচ্ছে৷

The post ‘রাহুলের কথায় নয়, ইমরান খানের আমন্ত্রণে পাকিস্তান গিয়েছিলাম’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DSlomy

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez