বুয়েনস আইরেস : G-20 সম্মেলনে যাওয়ার পথেই বিপত্তি৷ বিমান বিভ্রাটে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেই যোগ দেওয়া হল না জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের৷ আর্জেন্টিনার বুয়েনস আইরেসে হতে চলা এই সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন জার্মানির চ্যান্সেলর৷ কিন্তু বিমান বিভ্রাটের জন্য তাঁকে অবতরণ করতে হয় মাঝ পথে৷
এয়ারবাস এ৩৪০-৩০০, কোনার্ড এডিনরে মাঝ আকাশেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে৷ ফলে তাকে জরুরি অবতরণ করতে হয় জার্মানির কোলন শহরে৷ তবে নিরাপদেই রয়েছেন অ্যাঞ্জেলা মর্কেল৷ যদিও সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে৷ এর ফলেই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেই যোগ দিতে পারলেন না তিনি৷
জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছেন বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল৷ কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে৷ যদিও চ্যান্সেলরের বিমান নিরাপদেই অবতরণ করেছে৷ তবে বৃহস্পতিবার আর রওনা দেননি তিনি বলে খবর৷ শুক্রবার নতুন বিমানে তাঁর যাওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ তবে ঠিক কখন তিনি রওনা দেবেন, সে বিষয়ে নিরাপত্তার খাতিরে কিছু জানানো হয়নি৷
The post বিমান বিভ্রাট! G-20 সম্মেলনের উদ্বোধনীতে অনুপস্থিত অ্যাঞ্জেলা মর্কেল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TY2Zu3
No comments:
Post a Comment