Thursday, November 29, 2018

রাখি পবিত্র, ‘ভার্জিনিটি’ সার্টিফিকেট পোস্ট করে বললেন হবু স্বামী

মুম্বই : রাখি সাওয়ান্ত এবং দীপক কালাল৷ দু’জনের বিয়ের খবরে এখন সরগরম বলিউড থেকে নেটদুনিয়া৷ সদ্য প্রকাশ্যে এসেছে সেই বিয়ের কার্ডও। কার্ডের তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। ৫ টা ৫৫ মিনিটে হবে সেই বিয়ের অনুষ্ঠান। দেশে নয়, লস অ্যাঞ্জেলসে বসবে সেই বিয়ের আসর। বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট রে এ কথা জানিয়েছেন তিনি।

এক ধামাকার পর আরও এক বোম ফাটালেন এই উড বি কাপেল৷ রাখির কুমারীত্বের সার্টিফিকেট পোস্ট করলেন দীপক৷ সার্টিফিকেটটিতে লেখা রাখি সামনে এবং পেছন থেকে পুরোপুরি ভার্জিন৷ ক্যাপশনে দীপক লিখেছেন, “আমি তোমায় নিয়ে খুব গর্বিত বোধ করছি৷ তুমি একেবারে পবিত্র৷” এছাড়াও আরও অনেক কথাই লিখেছেন দীপক কালাল৷

কন্ট্রোভার্সি, পাব্লিসিটি, গুজব, এসব ক্রিয়েট করতে রাখির বেশিক্ষণ সময় লাগে না ঠিকই তবে দীপকও কম জান না৷ এমনিতেই ইন্টারনেট সেনসেশন তিনি৷ তার উপর রাখির সঙ্গে হাত মিলিয়েছেন দীপক৷ অধিকাংশ নেটিজেনের দাবি, পাব্লিসিটি স্টান্ট ছাডা় আর কিছুই না৷ “দীপিকা-রনভীর, প্রিয়াঙ্কা-নিকের বিয়ের মাঝে রাখি কোনও লাইমলাইট পাচ্ছে না, তাই দীপকের সঙ্গে এসব করছে৷”

যদিও রাখি এবং দীপকের ফ্যানেরা তাঁদের বিয়ের খবর সত্যি বলেই দাবি করছেন৷ রাখি-দীপকের বিয়ে নিয়ে তারা বেশ এক্সাইটেড৷ সোশ্যাল মিডিয়ায় দু’জনকে উইশ করা শুরু করেছে ভক্তরা৷

The post রাখি পবিত্র, ‘ভার্জিনিটি’ সার্টিফিকেট পোস্ট করে বললেন হবু স্বামী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FKMkqM

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez