নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অযোধ্যা মামলা৷ নতুন বেঞচ্ গঠিন হবে৷ আর সেই নতুন বেঞ্চই স্থির করবে সেই শুনানির দিন৷ ২০১৯-এর জানুয়ারিতে সেই শুনানির দিন স্থির হবে বলে জানা গিয়েছে৷ আর এরই সঙ্গে সঙ্গে লোকসভা ভোটের আগে রামমন্দির নির্মাণ নিয়ে ‘ইসপার ইয়া উসপারের’ দিকে যারা তাকিয়ে ছিলেন তাদের পরিকল্পনা কার্যত বিশ বাঁও জলে!
রামমন্দির নির্মাণ নিয়ে হয়ে চলা বিতর্কের মাঝেই সোমবার দেশের শীর্ষ আদালতে অযোধ্যা বিবাদে শুনানি ছিল৷ তবে এই শুনানিতে তিন মিনিটের মধ্যেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হবে ২০১৯-এর জানুয়ারিতে৷ অর্থাৎ, প্রায় ৩ মাস পরে কোর্টে উঠবে বিষয়টি৷
সোমবারের শুনানিতে বিতর্কিত জমি তিনভাগে ভাগ করার ক্ষেত্রে এলাহাবাদের রায়ের বিরুদ্ধে দায়ের করা পিটিশনের শুনানি ছিল৷ শুনানির সময় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, অন্যান্য মামলার মতো এই মামলা নয় তাই এই শুনানি এখনই সম্ভবপর হবে না৷ প্রধান বিচারপতি সহ জাস্টিস সঞ্চয় কিশন কৌল এবং জাস্টিস কে এম যোসেফের বেঞ্চে সোমবার এই বিষয়ে শুনানি ছিল৷
The post BREAKING- লোকসভা ভোটের আগে নির্মাণ হচ্ছে না রামমন্দিরের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OUYAcC
No comments:
Post a Comment