বুখারেস্ট: ফের ভূমিকম্প৷ ৫.৮ তীব্রতায় কেঁপে উঠল মধ্য এবং পূর্ব রোমানিয়া৷ রবিবার সকালে ইউক্রেন, মলডোভা, বুলগেরিয়াতেও এই কম্পন টের পাওয়া যায়৷ তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত৷
রবিবার ভোর ৩.৩৮ মিনিট নাগাদ বেশ কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয় এই কম্পন৷ এর গভীরতা ১৫০ কিলোমিটার ছিল বলে জানিয়েছে রোমানিয়ার ন্যাশনাল আর্থ ফিজিক্স ইনস্টিটিউট৷ তবে বুখারেস্টের কম্পন রীতিমতো আতঙ্ক ছড়ায় জনমানসে৷
পড়ুন: ‘আমরা ভুল করেছি’, পার্সেল বোমা কাণ্ডে জানাল ট্যুইটার
সেখানে অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র অ্যালিস গ্রাসু জানান, ভূমিকম্পের ঠিক পরেই বহু ফোন আসে দফতরে৷ সকলেই জানান, প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়েছে অনেকেই৷
এলাকা বৈদ্যুতিক যোগাযোগও বিচ্ছিন্ন৷ তবে সিসমোলজিস্টরা অন্যদিকে জানিয়েছেন, কোনও আপটার শক হওয়ার সম্ভাবনা নেই৷
The post BREAKING- রবিবারের সকালে ফের বড়সড় ভূমিকম্প, আতঙ্কে অসুস্থ অনেকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2qdLPen
No comments:
Post a Comment