Sunday, October 28, 2018

পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে খোঁচা বিজেপি মন্ত্রীর

হায়দরাবাদ: পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে খোঁচা মারলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গড়করি৷ রাহুল গান্ধীকে আক্রমণের লক্ষ্যবস্তু করে মোদীর মন্ত্রিসভার এই সদস্য জানান, কংগ্রেস কখনও গণতন্ত্রের ধার ধারেনি৷ ওদের জমানায় তো একজন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর উত্তরসূরি আগে থেকে ঠিক হয়ে থাকত৷ বিজেপি আসার পর সেটা বন্ধ হয়েছে৷ অর্থাৎ নীতিন গড়করি এক্ষেত্রে পরিবারতন্ত্রের কথাই বোঝাতে চেয়েছেন৷ একটি মাত্র পরিবার থেকে দেশ তিনজন প্রধানমন্ত্রী পেয়েছে৷ সেই কথা স্মরণ করিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর এই কটাক্ষ৷

হায়দরাবাদে ভারতীয় জনতা যুব মোর্চার একটি অনুষ্ঠানে এসে নীতিন গড়করি বলেন, ‘‘ভারত সমৃদ্ধশালী দেশ হলেও জনসংখ্যার অনেকেই গরিব৷ যারা দেশ শাসন করেছেন সেই পরম্পরা পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চালিত হয়েছে৷ এই ভাবেই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দায়িত্বভার একই বংশের মধ্যে ঘোরাফেরা করেছে৷ গণতন্ত্র বলে কিছুই ছিল না৷ বিজেপি আসার পর এই সব বন্ধ হয়েছে৷’’

এখানে না থেমে তাঁর আরও সংযোজন, বিজেপি কোনও পরিবারভিত্তিক দল নয়৷ বিজেপি ধর্ম, বর্ণ, ভাষা ও জাত-পাতের নিরিখে রাজনীতি করে না৷ অটলবিহারী বাজপেয়ী তাদের দলের অন্যতম মহান নেতা৷ কিন্তু তাই বলে বিজেপিকে কেউ তাঁর বা আডবানির নামে চেনে না৷ এখন দলের শাসনভার নরেন্দ্র মোদী ও অমিত শাহের হাতে৷ সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বেও বদল আসে৷ কিন্তু কংগ্রেসে ওই একটি পরিবার ছাড়া কারোর নামে চলে না৷

কেন্দ্রীয় মন্ত্রী এদিন সরকারের বেশ কিছু প্রকল্প ও কাজের কথা ঘোষণা করেন৷ জানান, চলতি বছর ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকার গ্রামের সব বাড়িতে বিদ্যুত পৌঁছে দেবে৷ সরকার গ্রামগুলিকে স্মার্ট গ্রামে পরিবর্তন করতে চায়৷ মোদীর নেতৃত্বে সরকার দেশের উন্নয়নে কাজ করে চলেছে৷ প্রসঙ্গত, দুই দিনের এই অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ উদ্বোধনের দিন তিনি জানান, মোদীকে হঠাতে বেশিরভাগ বিরোধী দল জোটবদ্ধ হচ্ছে৷ বিজেপি জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছে তারা৷ তাই মহাজোট বাঁধছে তারা৷ কিন্তু ওদের কোনও এজেন্ডা নেই৷ একটাই লক্ষ্য, মোদীকে হঠাও৷

The post পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে খোঁচা বিজেপি মন্ত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RijSO4

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez