স্টাফ রিপোর্টার, মালদহ: খেলা নিয়ে দুই শিশুর বিবাদের জেরে হাতের আঙুল খোয়ালেন এক শিশুর মা৷ ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচোল থানার মির্জাতপুর গ্রামে। চারজনের বিরুদ্ধে চাঁচোল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে সুজল মুনিয়া ও বিজয় নুনিয়া নামে দুই শিশু খেলছিল৷ তখনই তাদের মধ্যে বাধে বচসা৷ সেই সময় বিষয়টি মিটে যায়৷ কিন্তু তারপর ওই দুই শিশু বাড়িতে গিয়ে সমস্ত ঘটনাটি জানায়। এরপর ঘটনার দিন রাতে বিজয় নুনিয়ার বাবা ফেকু নুনিয়া সুজল মুনিয়ার পরিবারের উপর হামলা চালায়।
প্রথমে তাঁর মা সুখমনি নুনিয়াকে বাঁশ দিয়ে মারধর করে ফেকু নুনিয়া৷ এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় সুখমনিকে। বাঁধা দিতে গেলে সুখমনির ধারালো অস্ত্রের আঘাতে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল খোয়া যায়। ওই গৃহবধূ ও তার সন্তানদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। সেই সময় ওই গৃহবধূর স্বামী দেবেন নুনিয়া বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরাই গৃহবধূকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়৷ পরে সেখান থেকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় সেখানেই চিকিৎসাধীন তিনি।
এই ঘটনায় ফেকু নুনিয়া সহ চারজনের বিরুদ্ধে চাঁচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা এখনও অধরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
The post দুই শিশুর বচসার মাঝে আঙুল খোয়ালেন মা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OVgATV
No comments:
Post a Comment