Sunday, October 28, 2018

বিউটি পার্লার মালিক খুনে ধৃত দুই

স্টাফ রিপোর্টার, সিউড়ি: দশমীর রাতে বিউটি পার্লারের মালিক শিউলি দাস খুনের কিনারা করল সিউড়ি থানার পুলিশ৷ পুলিশের প্রাথমিক অনুমান ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন করা হয়েছে। মাধব সিং ও মুনমুন সাহা মন্ডল নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ৷

প্রথম থেকেই এই খুনের ঘটনায় রহস্য দানা বেঁধেছিল৷ শিউলি দাসের বাড়ির পক্ষ থেকেও বার বার অভিযোগ তোলা হয়েছিল ঘনিষ্ঠ কোন ব্যক্তিই এই কাজ করেছে৷ শিউলি দাস খুনের দিনই দীর্ঘক্ষণ মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের দাবি ছিল দোষীদের গ্রেফতার করতে হবে৷

যদিও মাঝ রাতে পুলিশ কুকুর এনে তদন্ত করে৷ কিন্তু পুলিশের কুকুরও খুনের ঘটনার কোনও কিনারা করতে পারেনি৷ প্রথমে খানিকটা বেগ পেতে হয়েছিল পুলিশকে৷ কিন্তু সাত দিনের মাথায় খুনের কিনারা করল সিউড়ি থানা পুলিশ৷ এরপরই মাধব সিং ও মুনমুন সাহা মন্ডলকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷

The post বিউটি পার্লার মালিক খুনে ধৃত দুই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RjHFwP

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez