কলকাতা: মরশুম শুরুর আগে রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে জুভেন্তাস পাড়ি দিয়েছেন রোনাল্ডো। হঠাৎই চোট পেয়ে ছিটকে গিয়েছেন মেসিও। দুই মহাতারকাকে ছাড়া শেষ কবে এল-ক্লাসিকো দেখেছেন ফুটবল অনুরাগীরা, মনে করতে পারছেন না অনেকেই। তাতে কী? দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে জৌলুস ফিকে হয়নি এতটুকু।
সুদূর ন্যু ক্যাম্পে থেকে কয়েক হাজার কিলোমিটার ছাড়িয়ে হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ গায়ে মাখতে প্রস্তুত তিলোত্তমা কলকাতাও। ফুটবল বিশ্বায়নের যুগে বিদেশি ফুটবল ঘিরে উন্মাদনা এদেশে এখন আকচার ঘটনা। সেই উন্মাদনারই নয়া ছবি এবার ইস্টবেঙ্গল মাঠে। রবিবাসরীয় এল-ক্লাসিকো ঘিরে সেজে উঠেছে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব তাঁবু। শনিবার ইম্ফলের মাটিতে নেরোকা এফসি’কে হারিয়ে আই লিগে অভিযান শুরু করেছে লাল-হলুদ। আর পরদিনই নিজেদের মাঠে বসতে চলেছে এল-ক্লাসিকোর আসর।
প্রস্তুত করা হয়েছে বিশাল জায়ান্ট স্ক্রিন। সেখানেই একত্রিত হয়ে এই মেগা ম্যাচ উপভোগ করতে পারবেন শহরের ফুটবল অনুরাগীরা। ম্যাচ দেখানো ঘিরে রীতিমত সাজো সাজো রব লাল-হলুদ তাঁবুতে। রিয়াল-বার্সা দ্বৈরথ ঘিরে আলোয় সেজে উঠেছে ইস্টবেঙ্গল ময়দান। ম্যাচ দেখানো ঘিরে টিকিটের বন্দোবস্ত করেছে আয়োজকরা। টিকিট কেটেই প্রথমবার এমন অভিজ্ঞতার স্বাদ নিতে পারবেন কলকাতার ফুটবল অনুরাগীরা। কলকাতার ফুটবল উন্মাদনায় এই ঘটনা যে নিঃসন্দেহে আলাদা একটা মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।
The post প্রথমবার ইস্টবেঙ্গল মাঠে এল ক্লাসিকো appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RncfpB
No comments:
Post a Comment