Sunday, October 28, 2018

রাশিয়া এফেক্ট, প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণ ফেরালেন ট্রাম্প

নয়াদিল্লি: ভারতে আসার আমন্ত্রণ ফিরিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ আগামী বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে আসার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল তাঁকে৷ কিন্তু সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন তিনি৷ সিএনএন-নিউজ ১৮ তেমনি জানিয়েছে৷ রাজনৈতিক মহলের মতে, রাশিয়ার সঙ্গে ভারত প্রতিরক্ষা চুক্তি করায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট৷ তাই দুরত্ব বজায় রেখে ভারতের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন তিনি৷

সূত্র মারফত জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সেই সিদ্ধান্ত ওয়াশিংটন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে৷ কারণ হিসাবে সেখানে প্রশাসনিক কাজকে ঢাল করা হয়েছে৷ বলা হয়েছে, দেশের প্রতি প্রেসিডেন্টের অনেক কমিটমেন্ট আছে৷ সেগুলি পূরণের জন্য তিনি ২৬ জানুয়ারি ভারতে আসতে পারবেন না৷ চিঠিতে ভারতে আসতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট৷

চলতি বছর এপ্রিল মাসে ভারত সরকারিভাবে ডোনাল্ড ট্রাম্পকে ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ জানায়৷ চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে মার্কিন প্রশাসন জানায়, সেপ্টেম্বর মাসে দুই দেশ ২+২ ডায়ালগের মুখোমুখি হবে৷ তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ কিন্তু মাঝে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আমেরিকা তা ভালো ভাবে নেয়নি৷ এছাড়া আমেরিকার নিষেধাজ্ঞার পরোয়া না করে ইরান থেকে তেল আমদানি করে ভারত৷ তারপর থেকেই নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত-আমেরিকার সম্পর্ক৷ এখন একটাই প্রশ্ন, দুই দেশের মধ্যে অচ্ছে দিন কবে ফিরবে?

The post রাশিয়া এফেক্ট, প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণ ফেরালেন ট্রাম্প appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OUJAvi

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez