Sunday, October 28, 2018

শীর্ষ আদালতের নির্দেশ পালনই বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে

সোয়েতা ভট্টাচার্য,কলকাতা: কালি পুজোর দিন বাজি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে এখন মরিয়া কলকাতা পুলিশ৷ তবে এই নির্দেশ সঠিক ভাবে পালন হবে কিনা সেই নিয়ে ধন্ধে অনেকেই৷ এমনকি এই নির্দেশ কার্যকর করতে পুলিশ কতটা সফলতার মুখ দেখবে সেই প্রশ্ন রয়েছে খোদ পুলিশের মধ্যেও৷

শীর্ষ আদালত রায়ে স্পষ্ট জানিয়েছে, দীপাবলিতে রাত আটটা থেকে দশটা পর্যন্ত পোড়ানো যাবে বাজি৷ তবে এই নির্দেশ পালন হচ্ছে কি না তা মনিটরিং করার দায়িত্ব পুলিশের৷ এরাজ্যে শব্দবাজির ক্ষেত্রে বর্তমানে ৯০ ডেসিবেল পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে৷ তবে সেই নির্দেশ কি আদৌ পালন করা হয় সেই প্রশ্ন শহরবাসীদের৷ শহরের এক বাসিন্দা তাঁর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, ”বিগত বছরগুলিতে দেখে আসছি শব্দবাজির যে সীমা রয়েছে তা আজ পর্যন্ত পালন হয়নি৷ অনেক ক্ষেত্রেই দেখা যায় পুলিশ খুচরো বাজি বিক্রেতাদের রুখতে অসফল হয়েছে৷ ফলে শহরে দেদার ফাটানো হয় নিষিদ্ধ শব্দবাজি৷ সেই থেকেই মনে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে কতটা সফল হবে পুলিশ”৷

অন্যদিকে বাজি ব্যবসায়ীরা বেআইনি বাজি বিক্রেতাদের রুখতে আগেই পুলিশের কাছে আবেদন জানিয়েছে৷ ইতিমধ্যেই কলকাতা পুলিশ শহরের বিভিন্ন জায়গায় বেআইনি বাজি বিক্রি রুখতে অভিযানে নেমেছে৷ একেই এই অভিযান সফল করা বড়সড় চ্যালেঞ্জ পুলিশের কাছে৷ তার পরে সময়সীমা নিয়ে শীর্ষ আদালতের এই নির্দেশ কার্যকারি করা আরো বড় চিন্তার কারণ হয়ে উঠেছে৷ লালবাজারের এক কর্তা বলেন,”আমাদের অভিযান সারা শহরজুড়ে চলবে৷ তবে শীর্ষ আদালতের নির্দেশ পালন করা সম্ভব হবে যখন মানুষ নিজে সচেতন হবে”৷

মানুষকে সচেতন করতে ইতিমধ্যেই বিভিন্ন পথ বেছে নিয়েছেন পুলিশ কর্তারা৷ তারা সিদ্ধান্ত নিয়েছেন শহরের বাজি বাজারে শীর্ষ আদালতের নির্দেশের প্রচার করা হবে৷ এক পুলিশ কর্তা জানান,”কিছু মানুষ রয়েছে যারা নিয়ম ভেঙে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিষিদ্ধ বাজি পোড়ায়৷ আবার কিছু আছেন যারা সচেতনতার অভাবে এমন কাজ করে থাকেন৷ ” এত অল্প সীমার মধ্যে মানুষের মধ্যে শীর্ষ আদালতের সময় সীমা নিয়ে সচেতনতা গড়ে তলা আদৌ কি সম্ভব সেই প্রশ্নও তুলছেন অনেকে৷

কলকাতা পুলিশের একাংশ মনে করছেন আতশবাজির এই সময় সীমা সম্পূর্ণভাবে পালনের জন্য নজরদারি আদৌ কতটা সফল হবে সেটা বড় প্রশ্ন৷ উত্তর কলকাতার এক বরিষ্ঠ নাগরিক বলেন,” আমার বয়েস হয়েছে৷ এখন শব্দবাজির আওয়াজ বা আতশবাজির ধোঁয়া কোনওটাই সহ্য করতে পারি না৷ কালি পুজো আসলেই নিজের শরীর নিয়ে চিন্তিত হয়ে পড়ি”৷ তিনি বলেন শব্দবাজি তো অনেক আগেই নিষিদ্ধ হয়ে গিয়েছে৷ কিন্তু তা নিয়ে কি সচেতনতা তৈরি হয়েছে? কালিপুজো , দীপাবলির রাতে তো শব্দবাজি রুখতে পুলিশকে রাতভর ছোটাছুটি করতে হয়৷ সেখানে আতশবাজির সময়সীমা কতটা পালন করবে মানুষ সেই বিষয় নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে”৷

তবে কালিপুজোর আগে পুলিশ কর্তারা তাদের অভিযান শুরু করে দিয়েছেন৷ শহরের বিভিন্ন হাইরাইজ বিল্ডিংগুলিতেও কালিপুজো আর দীপাবলির রাতে জোরদার নজরদারি চালাবে কলকাতা পুলিশ৷ লালবাজারের এক কর্তার বলেন, ”আমরা মানুষকে সচেতন করার কাজ শুরু করেছি৷ এরপর উৎসবের দিনে যারা নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেব আমরা”৷

লালবাজার সুত্রে জানা যাচ্ছে শহরের থানাগুনিকে ইতিমধ্যেই নিয়ম পালনের জন্য জোরদার নজরদারি চালানোর কথা বলা হয়েছে৷ বাজি দূষণের বিরুদ্ধে আন্দোলনরত এক পরিবেশবিদ বলেন, ”শব্দবাজি ব্যবহারের ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে গত দু’বছর ধরে আরও অনেক বেশি সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া উচিত ছিল৷ এবারও তাদের সচেতন করার কাজ খুব ভাল করে করতে হবে”৷ পুলিশের এক আধিকারিক বলেন, ”আমরা মানুষকে সচেতন করার যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি”৷ এবার দেখার তাদের এই চেষ্টা সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কতটা কার্যকর করতে সফল হয়৷

The post শীর্ষ আদালতের নির্দেশ পালনই বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ORndGZ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez