নয়াদিল্লি: ইংল্যান্ড সফরে হতাশাজনক পারফরম্যান্সের জের। অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়লেন ওপেনার শিখর ধাওয়ান। পরিবর্তে জাতীয় টেস্ট দলে প্রথমবারের জন্য দরজা খুলে গেল মায়াঙ্ক আগরওয়ালের। গত মরশুমে রঞ্জি ট্রফিতে ৮ ম্যাচে ১১৬০ রান করেছিলেন বেঙ্গালুরুজাত এই ব্যাটসম্যান। দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে তাঁর অন্তর্ভুক্তি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
মায়াঙ্ক টেস্ট দলে সুযোগ করে নেওয়ায় ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গী কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। কারণ তালিকায় রয়েছে অনূর্ধ্ব১৯ দলনেতা পৃথ্বী শ’র নাম। ইংল্যান্ড সিরিজের মাঝপথে মুরলি বিজয়ের বদলি হিসেবে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। ওই সিরিজে মাঠে নামার সুযোগ না পেলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে রাখা হয়েছে পৃথ্বী’কে।
এশিয়া কাপে বিশ্রামে থাকলেও দেশের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাঠে ফিরছেন অধিনায়ক বিরাট। অধিনায়ক ছাড়াও ব্যাটিং অর্ডারে দলের গুরুদায়িত্ব থাকবে চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের উপর। এছাড়াও ইংল্যান্ড সিরিজের দল থেকে রয়েছেন হনুমা বিহারী এবং উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত।
বোলিংয়ে স্পিন বিভাগে অভিজ্ঞ অশ্বিন, জাদেজার সঙ্গে রয়েছেন তরুণ কুলদীপ যাদব। পেস বিভাগে মহম্মদ শামি, উমেশ যাদব, শার্দুল ঠাকুরের সঙ্গে টেস্ট দলে নতুন মুখ মহম্মদ সিরাজ। সদ্য সমাপ্ত চতুর্দেশীয় সিরিজে ভারতীয় এ-দলের হয়ে ভাল পারফরম্যান্সের সুবাদে টেস্টের ১৫ জনের দলে ঠাঁই পেলেন তিনি। এর আগে দেশের জার্সি গায়ে তিনটি টি২০ ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে সিরাজের ঝুলিতে।
আগামী ৪ অক্টোবর রাজকোটে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।
একনজরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দল:
বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।
The post ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একাদশে ঢোকার লড়াইয়ে পৃথ্বী, মায়াঙ্ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2xJCz5K
No comments:
Post a Comment