দেবযানী সরকার, কলকাতা: নব্বইয়ের দশকের শুরুর দিকের কথা৷ হইচই ফেলে দিয়েছিল একটি দেশীয় সংস্থার পুজো বিজ্ঞাপন- ‘দুর্গা ফিরছে ঘরে’৷ দূর রাজ্যে কর্মরত মহিলার বাড়ি ফেরার ঝক্কি সামলানো আর তার সুস্থ থাকার বার্তা ছিল সেখানে৷
বিখ্যাত মলম কোম্পানির সেই বিজ্ঞাপন বার্তার ছাপ পড়ছে দক্ষিণ কলকাতার অন্যতম শিবমন্দির পুজো কমিটির প্যাণ্ডেলে৷ মাটির টান অর্থাৎ ঘরে ফেরা হল এই পুজোর থিম৷
আরও পড়ুন: ‘পুলিশকে গুলি চালানোর অধিকার কে দিল’, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন নিহতের স্ত্রীর
বাঙালি একান্নবর্তী পরিবার এখন সময়ের কারণেই ভেঙে যাচ্ছে। এটাই স্বাভাবিক৷ পড়া-কর্মসংস্থানের জন্য সন্তানরা বাবা-মায়ের থেকে ছিটকে যাচ্ছে অন্য দেশে, অন্য রাজ্যে বা শহরের অন্য প্রান্তে।
আর বাড়িতে পড়ে থাকা বয়স্ক বাবা-মায়ের কেউ পরিস্থিতি মানিয়ে নিচ্ছেন, কেউ প্রিয়জনের এই দূরে থাকা মেনে নিতে না পেরে প্রতি পদে ঠোক্কর খাচ্ছেন।শেষ বয়সের এই অসহায়, নিঃসঙ্গ জীবনের ছবি আজ ঘরে-ঘরে। তাই শিবমন্দিরের পুজো উদ্যোক্তারা ঘরের ছেলেকে ঘরে ফিরে আসার জন্য আবেদন করছেন৷
আরও পড়ুন: বালুরঘাটে বেহাল সেতু মেরামতি শুরু করল প্রশাসন
দক্ষিণ কলকাতার দুর্গাপুজোর মধ্যে অন্যতম পুরোনো শিবমন্দিরের পুজো৷ এবছর তাদের ৮২ তম বর্ষ৷ পুজো কমিটির সেক্রেটারি পার্থ ঘোষ বলেন, মাটির টান থিম দিয়ে আমরা একটা বাস্তব সমস্যাকে মণ্ডপসজ্জায় তুলে ধরছি৷ অধিকাংশ পরিবারেই এই সমস্যাটা রয়েছে৷
মা-বাবা এখন ছেলে-মেয়েকে লেখাপড়া শিখিয়ে তাদের উজ্জ্বল কেরিয়ারের জন্য বিদেশে পাঠাতে চায়৷কিন্তু পরে নিজেরাই একাকীত্বে ভোগেন৷ এই পুজোর সময় ছেলেমেয়েদের কথা খুব মনে পরে৷ থিমের মধ্যে দিয়ে আমরা বলতে চাইছি, এখানেও অনেক কিছু করা যায়৷ আমাদের দেশেও অনেক সম্পদ রয়েছে৷ আমরা চাই আমাদের সন্তানরা ফিরে আসুক এদেশে৷ মায়ের কাছে আমাদের আবেদন, এদেশের সন্তানরা যেন মাটির টানে মাটির কাছে ফেরে৷”
আরও পড়ুন: কমার নামই নেই! আজও বাড়ল পেট্রল, ডিজেলের দাম
শিবমন্দিরের পুজো মণ্ডপ মূলত ইঁট ও নারকেল মালা দিয়ে তৈরি হচ্ছে৷ ইঁট, নারকেল মালা দিয়ে তৈরি হচ্ছে৷ মণ্ডপশিল্পী শিল্পী বিমল সামন্ত৷ প্রতিমা সাবেকি৷ রঙিন গ্লাসের মধ্যে এলইডি লাইট আলোকসজ্জায় আলাদা নজর কাড়বে বলে উদ্যোক্তাদের দাবি৷ এবছর শিবমন্দির তাদের থিম সং-এ চমক দিচ্ছে৷ মণ্ডপে প্রবেশ করলেই শ্রীজাত-র লেখা থিম সং লোপামুদ্রার গলায় শোনা যাবে৷
দুর্গা ফিরবে ঘরে৷ কিন্তু সময়ের দাবি যে অন্য কথা বলে৷
আরও পড়ুন: রাজ্য বিজ্ঞান মেলায় প্রথম স্থানে মহিষাদল রাজ কলেজ
The post ফিরে এসো ঘরে, মাটির টানে… appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IrG70s
No comments:
Post a Comment