সিডনি: বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিমানটির। আচমকা নামতে শুরু করে মাঝ সমুদ্রে। যাত্রীরাও বুঝতে পারছিলেন না ঠিক কী হতে চলেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই জলে ডুবে গেল আস্ত বিমান। যদিও শেষরক্ষা পেলেন ৪৭ জন যাত্রী।
সাউথ পেসিফিকের ছোত্ট দেশ মাক্রোনেশিয়ার কছে ঘটেছে এই ঘটনা। সেখানকার এক রানওয়েতে নামার কথা ছিল বিমানটির। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটে সেই ঘটনা। বিমানে ছিল ৩৬ জন যাত্রী ও ১১ জন ক্রু মেম্বার। প্রত্যেককেই বোট নিয়ে উদ্ধার করা সম্ভব হয়েছে। যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গুরুতর আঘাত নেই কারও।
এক যাত্রী জানিয়েছেন, বিমানের একটি ফুটো দিয়ে জল ঢুকতে শুরু করেছিল। উদ্ধারকারী দল পৌঁছনোর আগে কোমর পযফন্ত জল হয়ে যায় কেবিনের মধ্যে। রানওয়েতে জায়গা না পেয়েই জলে নামতে বাধ্য হয় বিমানটি। এটি এয়ার নিউগিনির একটি বিমান।
বিমান কর্তৃপক্ষের তৎপরতাতেই যাত্রীদের বাঁচানো সম্ভব হয়।
The post ৪৭ জনকে নিয়ে মাঝ সমুদ্রে নামল বিমান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xKboId
No comments:
Post a Comment