Saturday, September 29, 2018

কমার নামই নেই! আজও বাড়ল পেট্রল, ডিজেলের দাম

নয়াদিল্লি: দাম কমার প্রশ্ন তো নেই-ই৷ উল্টে শনিবারও দাম বাড়ল পেট্রল, ডিজেলের৷ এদিন পেট্রলের দাম বেড়েছে ১৮ পয়সা প্রতি লিটার৷ ডিজেলের দাম বেড়ে দাঁড়াল ২১ পয়সা প্রতি লিটার৷

শনিবার কলকাতায় পেট্রলের দাম ৮৫.২১ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭৬.৪৮ টাকা প্রতি লিটার৷ রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ৮৩.৪০ টাকা প্রতি লিটার৷ ডিজেলের সেখানে দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৪.৬৩ টাকায়৷

ডিজেলের দাম এদিন রেকর্ড মাত্রা ছুঁল৷ অন্যদিকে বানিজ্য নগরী মুম্বইয়ে শনিবার লিটার প্রতি পেট্রলের দাম ৯০ টাকা ৭৫ পয়সা৷ ডিজেল সেখানে ৭৯.২৩ পয়সা প্রতি লিটার৷

ক্রমবর্ধমান পেট্রল, ডিজেলের দাম৷ আর তা নিয়ে রোজই মোদী সরকারকে নিশানা করছে বিরোধী শিবিরগুলি৷ বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় এ দেশের পেট্রোপণ্যের বাজারে এই মূল্যবৃদ্ধি বলে দাবি ওয়াকিবহাল মহলের৷

The post কমার নামই নেই! আজও বাড়ল পেট্রল, ডিজেলের দাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R8dPfF

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez