Sunday, September 30, 2018

‘কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার পথে বাধা তৃণমূল নেতারা’

স্টাফ রিপোর্টার, বর্ধমান: ‘‘গরীবের জীবনযাত্রার মান বাড়াতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রয়েছে৷ কিন্তু বাংলার মানুষ তার সুবিধা থেকে বঞ্চিত৷ কারণ কেন্দ্রীয় প্রকল্প ও মানুষের উপকারের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে তৃণমূলের নেতারা৷’’ বর্ধমানে এক দলীয় সভায় এই মন্তব্য করেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়৷

পঞ্চায়েত ভোটেই স্পষ্ট বামেদের পিছনে ফেলে রাজ্যে দ্বিতীয় রাজনৈতিক শক্তি হিসাবে উঠে এসেছে বিজেপি৷ আসন্ন লোকসভা ভোটে রাজ্যের শাসক দলের সামনে প্রধান প্রতিপক্ষ পদ্ম শিবির৷

আরও পড়ুন: এনআরসি ইস্যুতে মতুয়াদের নিয়ে বিস্ফোরক মন্তব্য কৈলাশ-মুকুলদের

পূর্ব বর্ধমানের পীরহাটায় সভায় সিপিএম ও তৃণমূল ছেড়ে ৮০০ জন যোগ দেয় বিজেপিতে৷ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ হাজির ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়ও৷

সভায় পুলিশের কাজেরও সমালোচনা করেন জয় বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘পুলিশ কেবল তোলা আদায়ে ব্যস্ত৷ শাসকের তাঁবেদার হিসাবে কাজ করছে তারা৷’’ পুলিশের পক্ষপাতদুষ্টতা নিয়েও দলীয় বৈঠকে সরব হন এই বিজেপি নেতা৷

বেআইনী অর্থ লগ্নি সংস্থার সিবিআই তদন্ত পক্রিয়ার মন্থর গতি নিয়ে সমালোচনা করেছে বাম ও কংগ্রেস৷ তৃণমূল বিজেপি যোগের তত্ত্ব খাড়া করে তারা৷ এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন বিজেপি রাজ্য নেতৃত্ব৷

আরও পড়ুন: মোদীর স্বপ্নের প্রকল্পে আপনার অ্যাকাউন্ট রয়েছে? তাহলে সুখবর রইল

এই প্রসঙ্গে তৃণমূলের সমালোচনা করে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সাংসদ থেকে রাজ্যের মন্ত্রী সারদা, রোজভ্যালির টাকা নিয়ে জেলে গিয়েছেন৷ বাংলার সম্মান আজ মাটিতে মিশে গিয়েছে৷’’

লোকসভা যত এগোবে শাসক বিরোধী তরজা ততই বাড়বে৷ প্রচারে ভর করে শক্তি প্রদর্শনে মরিয়া হবে সব রাজনৈতিক দল৷

The post ‘কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার পথে বাধা তৃণমূল নেতারা’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2y0YwfT

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez