ওয়াশিংটন: কোনও শর্ত ছাড়া ইরানের প্রেসিডেন্ট হসন রুহানির সঙ্গে দেখা করতে রাজি তিনি, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ট্রাম্প জানান, তিনি সাক্ষাৎ করাতে বিশ্বাসী, তিনি ইরানি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার নিশ্চয়তাও দেন, যদি হসন রুহানি ইচ্ছা প্রকাস করেন তবেই৷
এই প্রথম ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প৷ এ প্রসঙ্গে তিনি আরও জানান, ইরান এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই সে প্রস্তুত কি না তা তার জানা নেই, তবে ইরান সময় জানালে তিনি সেই সময় অনুযায়ী সাক্ষাতে রাজি৷
পড়ুন: প্রধানমন্ত্রী পদ শপথের দিন ঘোষণা করে দিলেন ইমরান
পাশাপাশি তিনি এও স্পষ্ট করে জানিয়ে দেন শক্তি প্রদর্শন বা দুর্বলতা এই সাক্ষাতের কারণ নয়, তিনি মনে করেন দুই দেশের এই সাক্ষাৎ এক সঠিক পদক্ষেপ হতে পারে৷
এছাড়া, অন্য একটি প্রশ্নের উত্তরে তিনি জানান, এই সাক্ষাত তিনি করতে রাজি তবে এর জন্য কোনও পূর্ব নির্ধারিত শর্ত মানতে তিনি একেবারেই রাজি নন৷ ইরান, আমেরিকা এমন সমগ্র বিশ্বে ইতিবাচক বার্তা বয়ে আনতে পারে এই সাক্ষায-পর্ব তাই কোনও শর্ত ছাড়া ইরানের ইচ্ছাতে তিনি রুহানির সঙ্গে দেখা করতে পারেন৷
The post কোনও শর্ত ছাড়া ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে রাজি ট্রাম্প appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2v8QgKr
No comments:
Post a Comment