Saturday, June 30, 2018

ধুমধাম করে পালিত হল হুল উৎসব

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: সমগ্র রাজ্যের সঙ্গে বাঁকুড়াতেও সরকারি-বেসরকারি উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ‘হুল উৎসব’৷ জেলা প্রশাসনের উদ্যোগে এদিন মূল অনুষ্ঠানটি হয় বাঁকুড়া শহরের জেলা স্কুলে। উপস্থিত ছিলেন জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস, রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা পরিষদের ‘বিদায়ী’ সভাধিপতি অরুপ চক্রবর্তী এবং বিধায়ক অরুপ খাঁ প্রমুখ।

আরও পড়ুন: ‘আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল’ বিস্ফোরক স্বরা

সাঁওতাল বিদ্রোহের বীর শহিদ সিধু-কানুর মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জেলাশাসক উমাশঙ্কর এস সহ উপস্থিত বিশিষ্টরা ‘হুল উৎসবে’র তাৎপর্য বাখ্যা করে বক্তব্য রাখেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন আদিবাসী সমাজের বিশিষ্ট জনদের সম্বর্ধিত করা হয়। বাঁকুড়া শহর সংলগ্ন হেবির মোড়ে নিদর্শন সাহিত্য পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকেও ‘হুল উৎসব’ পালন করা হয়। পত্রিকা গোষ্ঠীর পক্ষে বিপ্লব বরাট বলেন, ‘‘বীর বিপ্লবী সিধু-কানুর মূর্তিতে মালা দেওয়ার পাশাপাশি এদিন তাঁদের লড়াই সংগ্রামের কথা তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে অসংখ্য আদিবাসী সমাজের মানুষের পাশাপাশি অনেক অ-আদিবাসী মানুষ উপস্থিত ছিলেন৷ সকলে মিলে এই ‘হুল উৎসব’ উদযাপন করা হয়৷’’

আরও পড়ুন: জেলা কেন্দ্রীয় সংশোধনাগারে উদ্ধার রক্তাক্ত বিচারাধীন বন্দি

অন্যদিকে, বিষ্ণুপুরের বাবলাবনী মিলন ঝর্ণা দুলৌড় গাওতার উদ্যোগে ঐতিহাসিক ‘হুল উৎসব’ উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে রক্তদাতাদের আদিবাসী প্রথা মেনে বরণ করা হয়। শিবিরে এদিন ৭ জন মহিলা সহ ৩০ জন রক্তদান করেছেন। ‘হুল উৎসব’ পালনে পিছিয়ে নেই শাসক দল তৃণমূলও। তৃণমূলের পক্ষ থেকে এদিন ইন্দাস, পাত্রসায়র, বিষ্ণুপুর, সিমলাপাল, খাতড়া, রানিবাঁধ, তালডাংরা সহ জেলার সব কটি ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে হুল উৎসব পালন করা হয়। এছাড়াও তালডাংরার হাসপাতাল মোড়ে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে হুল উৎসব পালন করা হয়৷ সংগঠনের তরফে শেখ মোবারক বলেন, ‘‘প্রতি বছরের মতো এই বছরও আমরা হুল উৎসব পালন করলাম। প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে বাড়তি উৎসাহ ও প্রেরণা দেয়।’’

The post ধুমধাম করে পালিত হল হুল উৎসব appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KApkso

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez