কলকাতা: সঞ্জনায় রূপে ফিদা হয়েছেন অঙ্কুশ। ভেঙেছে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্ক। সম্প্রতি এমনই এক খবরে সরগরম টলিউড। লিস্টে থেকে বাদ পড়েনি সংবাদ মাধ্যমও। ‘ভেঙেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক, এখন কে নায়কের মন জুড়ে?’ এমন নানান শিরোনাম উঠে আসছে পেজ থ্রি-তে। যা চোখে পড়তেই চমকে গেলেন নায়ক! খবরের শিরোনামের স্ক্রিন শট নিয়ে পোস্ট করলেন ট্যুইটারে। নিমেষে মুখ বন্ধ করে দিলেন নিন্দুকদের। জানিয়ে দিলেন, ” আমি মেয়েদের ব্যাপারে একটু চুজি। তাই লাভ অ্যাজ ফাস্ট সাইটে একদমই বিশ্বাসী নই।”
তবে এখন প্রশ্ন হঠাৎ কেন এমন কথা ঘুরছে লোকের মুখে মুখে। আসলে ঘটনার সূত্রপাত নায়কের ‘ফিদা’ সেটে যাওয়া নিয়ে। নে এছবিতে তিনি অভিনয় করছেন না, তাহলে কেন গেলেন সেখানে? এই প্রশ্নের উত্তরে দু’য়ে দু’য়ে চার করেছেন কিছু মানুষ। তবে এ ব্যাপারে মিডিয়াকে কোনওরকম দোষারোপ করেননি অভিনেতা। কারণ ট্যুইটারে নায়ক জানিয়ে দিয়েছেন, ” এমন খবর ছাপার জন্য তিনি মোটেও মিডিয়ার ওপর রাগ করেননি। কারণ তাঁর কাছের কোনও মানুষই ‘ফিদা’ সেটে তাঁর যাওয়ার কথা ফাঁস করেছে।” তাই গোটা ঘটনাটি থেকে নায়ক একটাই শিক্ষা নিয়েছেন। তিনি লিখেছেন, ” আর কোনও দিনও অন্যের ছবির শ্যুটিং সেটে যাব না”
আসলে অঙ্কুশের মনের মানুষ যে ঐন্দ্রিলা তা নিশ্চয় কাউকে বলে দিতে হবে না। বিগত কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। এমনকি প্রথম থেকে নিজেদের ভললোবাসা নিয়ে বেশ খোলামেলা তাঁরা। প্রায়ই নিজেদের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার পর নিজেদের আরও একটা ছবি পোস্ট করেছেন নায়ক। যেখানে তাঁর প্রেমিকার ভালবাসার কথা লেখা।
আরও বলুন: প্রথমদিনে ছক্কা হাঁকালেও ভয়ে রয়েছেন হিরানি! কেন জানেন?
প্রসঙ্গত, রোম্যান্টিক থ্রিলার নিয়ে ময়দানে নামছেন পরিচালক বাবা যাদব। নাম ‘ভিলেন’। যে মুভির পর্দায় আরও একবার ফুটে উঠবে অঙ্কুশ-মিমি কেমিস্ট্রি। এপ্রসঙ্গে পরিচালক বলেন, ” পর্দার বাইরে ওদের দু’জন বন্ধুত্বটা অনেকটা টম ও জেরি-এর মত। তাই অনস্ক্রিন এই রসায়ন মাস্ট বি হিট।”
এদিকে বাংলার প্রথম তৈরি হচ্ছে ডান্স মুভি ‘ডি4ডান্স’। হলিউড, বলিউডের পর এবার নাচ-কে কেন্দ্র করে ছবি তৈরি হচ্ছে টলিউডে। এই ছবির জন্য নিজেকে গড়ে পিটে তৈরি করছেন নায়ক। ছাপোষা বাঙালি চেহারায় এনেছেন প্যাক। নাচের প্রশিক্ষণও নিচ্ছেন জোর কদমে।
সিনেমার পরিচালক কোরিওগ্রাফার-পরিচালক বাবা যাদব। তবে সিনেমার নায়িকাকে কে, সেটা জানতে কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে বেশ কিছু নতুন মুখকে দেখা যাবে। যারা অবশ্যই নাচের সঙ্গে যুক্ত। তবে কারা তারা! সময়ের সঙ্গে উঠবে যবনিকার পর্দা।
আরও বলুন: ক্যামেরা নিয়ে দেশিগার্লকে প্রবেশের অনুমতি দিল না বিশ্বভারতী
এদিকে দীর্ঘদিনের বিরতির পর ফের ছোটপর্দায় ফিরেছেন ঐন্দ্রিলা। ‘ফাগুন বউ’ সিরিয়ালে বিক্রমের বিপরীতে অভিনয় করছেন ঐন্দ্রিলা।
The post ‘আমার সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্ক ভেঙেছে’ বিস্ফোরক বার্তা অনুষ্কের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tGasST
No comments:
Post a Comment