Saturday, June 30, 2018

তৃণমূলে যাচ্ছেন প্রাক্তন সিপিএম সম্পাদক!

স্টাফ রিপোর্টার, বারাকপুর: শুধুমাত্র জয়ী প্রার্থী নয়, বামেদের সংগঠনেও থাবা বসাল তৃণমূল কংগ্রেস। বিশাল রাজনৈতিক কর্মশালায় প্রকাশ্য মঞ্চ থেকেই ঘাসফুলের পতাকা হাতে নিতে চলেছেন সিপিএমের গারুলিয়া লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক শ্যামা প্রসাদ সিনহা।

উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গারুলিয়া লোকাল কমিটির সম্পাদকের পদে দীর্ঘদিন ধরে বহাল ছিলেন শ্যামা প্রসাদ বাবু। দলের অনেক চড়াই-উতরাই দেখেছেন। ২০১১ সালে ক্ষমতা হারানোর পরে রাজ্যের শাসক শিবিরের হাতে প্রহৃত হওয়ার নজিরও রয়েছে।

শ্যামনগরের ফিডার রোডের বাসিন্দা সেই শ্যামা সিনহা নাকি যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। এমনই খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত।

জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ রবিবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মীদের নিয়ে এক বিশাল রাজনৈতিক কর্মশালার আয়োজন করেছে ঘাসফুল শিবির। পলতার শান্তিনগর হেলথ সেন্টারের মাঠে অনুষ্ঠিত হবে রাজ্যের শাসকদলের সেই কর্মশালা। সূত্রের খবর, সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন শ্যামা প্রসাদ সিনহা। আরও ভালো করে বললে গারুলিয়ার সিপিএম নেতা শ্যামা সিনহা।

একদা বিরোধী শ্যমা সিনহাকে দলে স্বাগত জানাতে প্রস্তুত নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একই সঙ্গে তিনি যে পয়লা জুলাই পলতার রাজনৈতিক মঞ্চ থেকে তৃণমূলের পতাকা হাতে নিতে চলেছেন তা স্বীকারও করে নিয়েছে তৃণমূল। নোয়াপাড়ার বিধায়ক তথা গারুলিয়া পুরসভার চেয়ারম্যান এই বিষয়ে বলেছেন, “পলতার রাজনৈতিক কর্মশালার মঞ্চেই তৃণমূল কংগ্রেস যোগ দেবেন শ্যামা প্রসাদ সিনহা।”

যদিও নিজের তৃণমূল যোগের বিষয়টি উড়িয়ে দিয়েছেন সিপিএমের গারুলিয়া লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক শ্যামা প্রসাদ সিনহা। এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি এমন কিছু জানি না।” অদূর বা সুদূর ভবিষ্যতে তেমন কিছু সম্ভাবনা আছে? এই প্রশ্নের জবাবে তিনি শ্যামা সিনহা বলেছেন, “এই বিষয়ে আমার কিছু জানা নেই। আমার কিছু বলারও নেই।”

The post তৃণমূলে যাচ্ছেন প্রাক্তন সিপিএম সম্পাদক! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N9rOQi

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez