Saturday, June 30, 2018

কে মিথ্যা বলছেন? প্রশ্ন তৃণমূলের

কলকাতা:  কে মিথ্যা বলছেন? নরেন্দ্র মোদী না অমিত শাহ? প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার পুরুলিয়ায় সভা করে দিল্লি ফিরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তবে অমিত ফিরে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷

সূত্রপাত একটি ট্যুইটে৷ তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল – এআইটিসি অফিসিয়াল সম্প্রতি একটি ছবি পোস্ট করা হয়েছে৷ ছবিতে পাশাপাশি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ট্যুইটের স্ক্রিনশট দেখা যাচ্ছে৷ দেশের প্রধানমন্ত্রী নিজের ট্যুইটে বলেছেন, ‘‘২৮ এপ্রিল ২০১৮ ভারতের উন্নয়ন যাত্রার একটি ঐতিহাসিক দিন৷ গতকাল (ট্যুইটটির সময় ১০টা২৮, ২৯ এপ্রিল) আমরা একটি দায়বদ্ধতা পরিপূর্ণ করেছি৷ অনেক ভারতীয় জীবন পরিবর্তন হতে চলেছে৷ আমি আনন্দিত যে, দেশের প্রতিটি গ্রামে এখন বিদ্যুত সংযোগ রয়েছে৷’’

অন্য ট্যুইটে, বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে একটি বিশাল জনসভায় বক্তব্য রাখলাম৷ মমতা-সরকার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ এবং মানুষ জীবনের প্রাথমিক চাহিদা, যেমন পানীয় জল, বিদ্যুৎ, রেশন পায়না৷ সাধারণ মানুষের উন্নতি নেই, তৃণমূলের গুণ্ডারা ফুলেফেঁপে উঠেছে৷’’

তৃণমূলের প্রশ্ন, কে মিথ্যা বলছেন? নরেন্দ্র মোদী না অমিত শাহ? জুন মাসে কলকাতায় ঘুরে গেলেন অমিত৷ ডিসেম্বরেই কলকাতায় ভাষণ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আকও ট্যুইট-যুদ্ধের অপেক্ষায় রয়েছে আম জনতা৷

The post কে মিথ্যা বলছেন? প্রশ্ন তৃণমূলের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N996bw

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez