মুম্বই : ‘সাহেব বিবি ঔর গ্যাংস্টার থ্রি’ ঘোষণা হওয়ার পর থেকেই ছবিটি নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল৷ ‘সাহেব বিবি ঔর গ্যাংস্টার’ ফ্র্যাঞ্চাইজি মানেই ট্যুইস্ট, ভায়োলেন্স, বিশ্বাসঘাতকতা আর শরীরি প্রেম৷ এ ধরণের থ্রিলার ছবিতে দর্শকদের উৎসাহ বরাবরের৷ তার ওপর গ্ল্যামারেস অভিনেত্রীদের রাফ এন্ড টাফ রোল৷ এর আগে ফ্র্যাঞ্চাইজির বাকি দুটি ছবিও হিট৷ বক্স অফিসেও সাফল্যের মুখ দেখেছে ছবিগুলি৷ তৃতীয় ইনস্টলমেন্টের জন্য সিনেপ্রেমীদের ইন্টারেস্ট বেড়ে চলেছে সঞ্জয় দত্তের কারণে৷ গ্যাংস্টারের ভূমিকায় এবার অভিযনয় করেছেন সঞ্জু৷
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ মুখ্য ভূমিকায় রয়েছেন জিমি শেরগিল, মাহি গিল, সঞ্জয় দত্ত এবং চিত্রাঙ্গদা সিং৷ ট্রেলারে গল্পের খানিক ঝলক পাওয়া গেলেও গোলক ধাঁধায় পড়ে গিয়েছে দর্শককূল৷ জিমি রয়েছেন সাহেবের ভূমিকায়৷ একটি রয়্যাল ফ্যামিলির ছেলে জিমি৷ সেই পরিবারের বউ মাহি গিল৷ জিমি এবং মাহিকে ট্রেলারের প্রথমদিকে সুখি স্বামী-স্ত্রী মনে হলেও পরের দিকে ঘুরবে তাঁদের গল্পের মোড়৷ অন্যদিকে ট্রেলারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হল সঞ্জয় দত্তের এন্ট্রি৷ গ্যাংস্টারের ভূমিকায় পুরো লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন সঞ্জয়৷ ধামাকেদার এন্ট্রি নিয়েছেন গ্যাংস্টারের রূপে৷ তাঁর ডায়লগও রীতিমত ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়৷
আরও পড়ুন : বলি সফরে আবারও স্বস্তিকা! সঙ্গীটি কে জানেন?
সঞ্জয় দত্তের প্রেমিকার চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা সিং৷ যিনি পেশায় একজন বাইজি৷ তাঁর এবং সঞ্জয়ের রসায়ন ট্রেলারে যা হইচই ফেলেছে, ছবি মুক্তির দিন কী হবে সেটাই দেখার বিষয়৷ ট্রেলারে সোহা আলি খানেরও একটি দৃশ্য রয়েছে৷ তবে তা হয়তো এক সেকেন্ডের জন্যও নয়৷ দর্শকের পলক ফেলতেই সোহা আলি খানের দৃশ্যটি বেরিয়ে যেতে পারে৷ লোভ, শরীরি প্রেম, উচ্চাকাঙ্খার কত ভয়ানক রূপ নিতে তাই নিয়ে এগোবে ছবির চিত্রনাট্য৷ এর আগেও নির্মাতারা জনিয়েছিলেন রাজকীয় পরিবারের স্ক্যান্ডেল নিয়ে তৈরি হবে ছবির প্লট৷ ট্রেলারে জিমি শেরগিল এবং সঞ্জয় দত্তের অ্যাকশনের কিছু দৃশ্যও রয়েছে৷
ছবিতে জিমি শেরগিল, মাহি গিল, সঞ্জয় দত্ত, চিত্রাঙ্গদা সিং, সোহা আলি খান ছাড়াও অভিনয় করেছেন নফিসা আলি, কবির বেদি, দীপক তিজোরি৷ ট্রেলারে মুখ্য চরিত্রগুলি ছাডা়ও কবির বেদি, দীপকের কিছু ঝলক দেখা গিয়েছে৷ রাজস্থানের, বিকানের হয়েছে ফিল্মের শ্যুটিং৷ এছাডা়ও যোধপুর এবং মুম্বইতেও ছবির কিছু অংশের শ্যুটিং হয়েছে৷ ছবির পরিচালক তিগমাংশু ধুলিয়া৷ প্রযোজনায় রয়েছেন রাহুল মিত্র এবং তিগমাংশু৷ সঙ্গীত পরিচালনায় রয়েছেন রানা মজুমদার, অঞ্জন ভট্টাচার্য এবং সিদ্ধার্থ পণ্ডিত৷ আগামী ২৭ জুলাই মুক্তি পেতে চলেছে ‘সাহেব বিবি ঔর গ্যাংস্টার’৷
The post ট্রেলারে দেখুন কীভাবে সাহেব-বিবি খেলায় মত্ত খলনায়ক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KsUDZF
No comments:
Post a Comment