Saturday, June 30, 2018

সুইস ব্যাংকের অর্থ সাদা হলে কালো টাকা কোথায়? বিজেপিকে কংগ্রেস

নয়াদিল্লি: কালো টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার ও কংগ্রেসের মধ্যে কাজিয়া অব্যাহত৷ দুই কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি ও পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছিলেন, বিদেশের ব্যাংকের গচ্ছিত অর্থ মানেই সেটা কালো টাকা এটা ভাবা ভুল৷ এরপরেই কালো টাকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরানো ভাষণকে হাতিয়ার করে আক্রমণ করে কংগ্রেস৷ জানতে চায় কালো টাকা নিয়ে কার অবস্থান ঠিক? মোদী নাকি দুই কেন্দ্রীয় মন্ত্রীর?

শনিবার আবারও মোদীকে আক্রমণ করতে আসরে নামেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা৷ টুইট করে লেখেন, ‘‘২২ ডিসেম্বর ২০১৩ সালে মোদী তাঁর ভাষণে বলেছিলেন দেশের বাচ্চারাও জানে সুইস ব্যাংকে কালো টাকা গচ্ছিত৷ ২৯ জুন ২০১৮ সালে আপনার অর্থমন্ত্রী বলছেন এটা ভাবা বোকামো যে সুইস ব্যাংকে সব টাকাই কালো৷’’ এরপরেই প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি জানতে চান, এই দুই ভাষণের মধ্যে কোনটা ‘স্টুপিড’৷ যদি সুইস ব্যাংকে গচ্ছিত অর্থ সাদাই হয় তাহলে কালো টাকা কোথায়?

বৃহস্পতিবার সামনে আসে একটি রিপোর্ট৷ সেই রিপোর্টে বলা হয় সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত রাখা অর্থের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে গিয়েছে৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল এই বেশিরভাগটাই বৃদ্ধি হয়েছে ২০১৬ নভেম্বরের নোট বন্দির পর৷ এই পরিসংখ্যান যারপরনাই অস্বস্তিতে ফেলে বিজেপিকে৷ এরপরেই শুরু হয় কালো টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার ও কংগ্রেসের মধ্যে জোর তরজা৷

পরিস্থিতি সামাল দিতে গিয়ে অর্থমন্ত্রী পীযূষ গোয়েল তখন জানান, পুরো তথ্য হাতে না আসা অবধি এটা কী করে বলা যায় যে সেই টাকার পুরোটাই কালো৷ অর্থমন্ত্রীর স্বপক্ষে ব্যাট ধরেন অরুণ জেটলিও৷ ব্লগে তিনি লেখেন, সুইস ব্যাংকে যারা বেআইনিভাবে অর্থ মজুত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার৷ কিন্তু অনেক ভারতীয় নানা কারণে বিদেশে টাকা গচ্ছিত রাখে৷ তার কিছুটা কালো টাকা হতেই পারে৷ কিন্তু বিদেশে টাকা রাখা মানেই সেটা কালো টাকা এটা ভাবা ভুল৷

এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল জানান, সুইজারল্যান্ড ও ভারতের মধ্যে চুক্তি হয়েছে৷ সেই চুক্তি অনুযায়ী ভারতীয়দের যাবতীয় তথ্য আসা শুরু হবে আগামী বছর জানুয়ারি মাস থেকে৷

The post সুইস ব্যাংকের অর্থ সাদা হলে কালো টাকা কোথায়? বিজেপিকে কংগ্রেস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tJdvK9

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez