Thursday, January 31, 2019

শিক্ষকদের সাম্মানিক কয়েক গুণ বাড়িয়ে দিল মোদী সরকার

নয়াদিল্লি:  সামনেই লোকসভা নির্বাচন। আর সেদিকে তাকিয়ে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাম্মানিক বাড়িয়ে দিল মোদী সরকার। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক অর্থাৎ গেস্ট ফ্যাকাল্টিদের সাম্মানিকও মাসিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে দিল কেন্দ্র। প্রয়োজন মতো ২০ শতাংশ গেস্ট ফ্যাকাল্টির পদ বাড়ানোও যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। মোদী সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া শিক্ষক মহলে।

শুধু গেস্ট ফ্যাকাল্টি কিংবা শিক্ষকরাই নয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রেজিস্ট্রার, কন্ট্রোলার অব এগজামিনেশনের মতো পদাধিকারীদের বেতন এক ধাক্কায় বাড়ানো হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকরও ট্যুইট করে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন বৃদ্ধির নির্দেশিকা জারির কথা জানিয়েছেন।

শুধু তাই নয়, সেটি যে এখনই কার্যকর হবে সেটাও জানিয়েছেন জাভেড়কর। তিনি বলেন, বিশেষ সাম্মানিক হিসেবে এবার থেকে প্রতি মাসে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা বাড়তি ১১ হাজার ২৫০ টাকা পাবেন।

একইভাবে প্রো-ভিসিরা পাবেন ৯ হাজার টাকা। স্নাতকোত্তর এবং স্নাতকস্তরের কলেজের প্রিন্সিপালরা পাবেন যথাক্রমে অতিরিক্ত ৬ হাজার ৭৫০ এবং সাড়ে চার হাজার টাকা। কেবল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ই নয়। ডিমড বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এই নিয়ম লাগু হবে। মোদী সরকারের এই নতুন সিদ্ধান্ত কার্যকর করতে সরকারি ভাঁড়ার থেকে ১ হাজার ২৪১ কোটি টাকা মতো খরচ হবে বলে জানা গিয়েছে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সব বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রারকে যে নির্দেশিকা পাঠিয়েছে, সেখানে গেস্ট ফ্যাকাল্টির সাম্মানিক বৃদ্ধির কথা বলা হয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মতো লেকচার পিছু দেড় হাজার টাকা করে সাম্মানিক তথা মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। (সুত্র-বাংলা এক সংবাদমাধ্যম)

The post শিক্ষকদের সাম্মানিক কয়েক গুণ বাড়িয়ে দিল মোদী সরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Utsra7

No comments:

Post a Comment