Thursday, January 31, 2019

মৌসম তৃণমূলে যেতেই মমতার ছাত্রসংগঠনে নজর কংগ্রেসের

কলকাতা:  মৌসমকে ছিনিয়ে নেওয়ার বদলা নিল প্রদেশ কংগ্রেস! শাসক দল তৃণমূল ভেঙে কংগ্রেসে যোগ দিলেন বহু নেতা-কর্মী। বুধবার প্রদেশ কংগ্রেসের কার্যালয় ‘বিধান ভবনে’ বিভিন্ন কলেজ থেকে বেশ কিছু তৃণমূল ছাত্র পরিষদ কর্মী(টিএমসিপি) ওসমর্থক সরাসরি ছাত্র পরিষদে (সিপি) যোগদান করলেন। উত্তর ২৪ পরগণা জেলার বিভিন্ন কলেজ থেকে তারা এসেছেন।

কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র, ডা.মায়া ঘোষ, শুভঙ্কর সরকার,বিপ্লব বিশ্বাস, ছাত্র নেতা পরীক্ষিত নাগ, মহঃ সেলিম, আকাশলাল, অঙ্কুর আচার্য, অর্ঘ্য গণ প্রমুখের উপস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের হাতে ভারতীয় জাতীয় কংগ্রেস ও ছাত্র পরিষদের পতাকা তুলে দেওয়া হয়।

লোকসভা ভোটের আগে শাসকদলের ছাত্র সংগঠনে ভাঙন ধরানোয় বাড়তি অক্সিজেন পাচ্ছে কংগ্রেস শিবির।

উল্লেখ্য, ২০১১ সালের পর থেকে অনেক কংগ্রেস বিধায়ক তৃণমূল শিবিরে নাম লিখিয়েছিলেন। তবে সেই তালিকায় কোনও সাংসদ ছিলেন না। মালদহ উত্তর কেন্দ্রের সাংসদ মৌসম বেনজির নুর প্রথম কংগ্রেস সাংসদ যিনি তৃণমূল কংগ্রেসে নাম লেখান। নিজেকে কংগ্রেস পরিবারের মেয়ে বলেই দাবি করেন মৌসম। তাঁর আত্মীয় আবু হাসেম খান চৌধুরী মালদহ দক্ষিণ কেন্দ্রের সাংসদ।

এই পরিবারেরই সদস্য গণি খান চৌধুরী কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে তাঁর কীর্তি এখনও প্রতি পদে স্মরণ করে মালদহ তথা বঙ্গবাসী। কিন্তু এভাবে হঠাত কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখানোয় কার্যত দিশেহারা হয়ে পড়ে কংগ্রেস শিবির।

এমনকি, কংগ্রেসের হেভিওয়েট নেতারা এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে। যদিও এভাবে মৌসম দলবদল করায় তাঁকে বিশ্বাসঘাতকের তকমা দেওয়া হয়েছে। যদিও মৌসমের বদলা হিসাবে এদিন শাসকদলের ছাত্র পরিষদের সদস্যদের কংগ্রেসে টেনে কার্যত বদলা নিল বলেই মনে করছে রাজনৈতিকমহল।

The post মৌসম তৃণমূলে যেতেই মমতার ছাত্রসংগঠনে নজর কংগ্রেসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DL4PZe

No comments:

Post a Comment