নয়াদিল্লি: প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে কাগজে কলমে আবেদন করে সরকারের দোরগোড়ায় হত্যে দেওয়া! এসব এখন অতীত হতে চলেছে। কারণ, পিএফের টাকা তুলতে অনলাইন সুবিধা এনেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।
জানা গিয়েছে, অনলাইনে টাকা তুলতে চেয়ে আবেদনের তিন ঘণ্টার মধ্যেই তা নিষ্পত্তি করা হবে। নতুন নিয়মে পিএফের টাকা সরাসরি ট্রান্সফার করে দেওয়া হবে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে। এর ফলে উপকৃত হবেন দেশের পাঁচ কোটি পিএফ অ্যাকাউন্টধারী।
পেনশন, ব্যাংক অ্যাকাউন্ট এমনকী প্রভিডেন্ট ফান্ডের মতো সরকারি প্রকল্পের ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসেবে গণ্য করা হবে না আধার কার্ড। সম্প্রতি এই ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেই গ্রাহকদের অনলাইনে পিএফের টাকা তোলার সুবিধা দেওয়ার বিষয়ে একধাপ এগিয়েছে সংস্থা।
সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার কে কে জালান জানিয়েছেন, “অনলাইনে পিএফের টাকা তোলার সুবিধা চালু করতে শ্রম মন্ত্রকের অনুমোদন চাওয়া হয়েছে। শেষের দিকেই এই পরিষেবা চালু করার বিষয়ে আশাবাদী আমরা।” নথি হিসেবে আধার কার্ডে ব্যবহার নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের পরেই তাঁরা এবিষয়ে আরও আশাবাদী বলে জানান তিনি।
The post মাত্র তিন ঘণ্টার মধ্যেই ট্রান্সফার হবে পিএফের টাকা! কীভাবে জেনে রাখুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OXFPAZ
No comments:
Post a Comment