Sunday, September 30, 2018

শহরে অঙ্গদান, দাতা ও গ্রহীতা বাংলারই

স্টাফ রিপোর্টার, কলকাতা: আবারও অঙ্গদানে নজির গড়ল কলকাতা৷ এবার দাতা এবং গৃহীতা দু’জনেই এই রাজ্যের বাসিন্দা৷ বারুইপুরের বাসিন্দা চম্পা নস্কর কয়েকদিন আগে বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে ভরতি হন৷ কিন্তু হাসপাতালে ভরতি হওয়ার পর পরই তাঁর অবস্থায় অবনতি হতে থাকে৷

শনিবার চিকিৎসকরা জানান, ব্রেন ডেথ হয়েছে চম্পার৷ তারপরই চম্পার পরিবারের সদস্যরা অঙ্গদানের সিদ্ধান্ত নেন৷ চিকিৎসকদের সঙ্গে শলা পরামর্শের পর জানা যায়, মৃতার হৃতপিন্ড ও কিডনি দান করা যাবে৷ হাসপাতালের পক্ষ থেকে অ্যাপেলো হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়৷ আলোচনার পর হৃৎপিণ্ড ও কিডনি গ্রহীতার খোঁজ মেলে৷

সেই অনুযায়ী ভোররাতে গ্রিন করিডরের মাধ্যমে বারুইপুর থেকে অ্যাপোলাতে পৌঁছয় মৃতার অঙ্গ৷ রবিবার বেলার দিকে দু’জনের শরীরে চম্পার অঙ্গ প্রতিস্থাপন করা হবে বলে জানা যাচ্ছে৷ হাসপাতাল সুত্রে খবর চম্পার অঙ্গ দুজন ব্যাক্তির শরীরে প্রতিস্থাপন করা হবে৷ একজনের অঙ্গে তাঁর কিডনি আরও এক ব্যক্তির অঙ্গে তাওর হৃৎপিন্ড প্রতিস্থাপন করা হবে৷ চিকিৎসকেরা জানাচ্ছেন শহরে এই প্রথম অঙ্গদানে দাতা ও গৃহীতা এই রাজ্যেরই বাসিন্দা৷

The post শহরে অঙ্গদান, দাতা ও গ্রহীতা বাংলারই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2xR04tH

No comments:

Post a Comment