Thursday, August 1, 2019

জাতীয় সংগীত চলাকালীন জ্ঞান হারিয়ে ফেললেন মোদীর মন্ত্রী

মুম্বই: জাতীয় সংগীতের সময় একপ্রকার বাধ্য হয়েই বসে পড়তে হল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে৷ আর এর পিছনে রয়েছে তার শারীরিক অসুস্থতা৷ মহারাষ্ট্রের শোলাপুরে একটি অনুষ্ঠানের মধ্যে এই ঘটনা ঘটে৷ গলায় সংক্রমণের কারণে কড়া ডোজের অ্যান্টি-বায়োটিকস্ নিচ্ছেন নীতিন গড়করি৷ পরে নাগপুরে ফিরে আসার পর তিনি জানান যে, সুস্থই রয়েছেন এখন৷

জানা গিয়েছে, পুণ্যশ্লোক আহিল্যাদেবী হোলকার শোলাপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে তিনি গেস্ট অব অনার হয়ে এসেছিলেন৷ জাতীয় সংগীতের সময় তিনি অসুস্থ বোধ করতে থাকেন৷ কিন্তু দাঁড়িয়ে থাকতে না পেরে তিনি তাঁর নিরাপত্তা রক্ষীকে ধরে বসে পড়েন হঠাৎই৷ এক সংবাদ সংস্থার ভিডিও ফুটেজে এমনটাই উঠে এসেছে বলে জানা যাচ্ছে৷

কড়া মাত্রার ওষুধের কারণেই একটু দুর্বল কেন্দ্রীয়মন্ত্রী, এমনটাই জানা গিয়েছে৷ তবে চিকিৎসার পর জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রীর রক্তচাপ এবং ব্লাড সুগারের মাত্রা স্বাভাবিক রয়েছে. বুধবার সন্ধ্যায় কড়া মাত্রার অ্যান্টিবায়োটিকসের প্রভাবেই হঠাৎ নীতিন গড়করি অসুস্থ হয়ে যান বলে চিকিৎসকেরা জানান৷

এদিকে অমরাবতীতে একটি জনসভা থেকে ফেরার পথে বিমানবন্দরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেখা করেন গড়করির সঙ্গে৷ তবে জানা যাচ্ছে, এই প্রথম নয়, এর আগেও বহু জন সমাবেশে এবং অনুষ্ঠানে নীতিন গড়করিকে জ্ঞান হারাতে দেখা গিয়েছে৷ গত বছর আহমেদনগরে একটি অনুষ্ঠানে তিনি জ্ঞান হারিয়েছিলেন৷ পরে তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়৷ চলতি বছরে এপ্রিলে নির্বাচনী প্রচারেও আহমেদনগরের শিরডিতে মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি৷

The post জাতীয় সংগীত চলাকালীন জ্ঞান হারিয়ে ফেললেন মোদীর মন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OB7Ant

No comments:

Post a Comment