Tuesday, July 30, 2019

“হ্যালো, সানি লিওন আছেন”… মোবাইলে এল কয়েকশো ফোন

নয়াদিলি: দিন-রাত নেই বেজেই চলেছে মোবাইলটা। ফোন তুললেই ওপাশ থেকে কেউ বলছেন, “একটু সানি লিয়নকে দিন না”, কে বলছেন, “আপনি সানি লিওনের কে হন?”… এইসব প্রশ্নের জেরবার দিল্লির যুবক পুনীত আগরওয়াল।

না, দিল্লির পিতমপুরার বাসিন্দা পুনীতের সঙ্গে কস্মিনকালেও কোনও সম্পর্ক ছিল না সানি লিওনের। তাই গত ২৬ জুলাই থেকে এরকম একটার পর একটা ফোন পেয়ে তিনি যার পরনাই বিরক্ত। শেষমেষ পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২৬ জুলাই তাঁর কাছে প্রথম ফোনটি আসে। সানি লিওনকেও চাওয়ায় একটু অবাক হন তিনি। তবে ভেবেছিলেন কেউ বোধহয় তাঁর সঙ্গে মজা করছে। কিন্তু কিছুক্ষনের মধ্যেই বুঝতে পারেন ব্যাপারটা মোটেই মজার নয়। এরপর জানতে পারেন সদ্য রিলিজ হওয়া ছবি ‘অর্জুন পাতিয়ালা’-তে তাঁর ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছে। গত কয়েকদিনে এরকম কয়েকশো ফোন এসছে তাঁর নম্বরে।

পুণীত খোঁজ নিয়ে জানতে পারেন, ছবিতে একটি দৃশ্যে সানি লিওন তাঁর ফোন নম্বরটি ছবির অন্য একটি চরিত্রকে দিচ্ছেন। আর সেই নম্বরটি হল এই পুণীত আগরওয়াল এর নম্বর। এরপর থেকেই সানি লিওনের ভক্তকুল ঝাঁপিয়ে পড়েছে।

আপাতত এই বিড়ম্বনা থেকে রক্ষা পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন পুণীত। ইতিমধ্যেই হেনস্থার অভিযোগ জানিয়ে থানায় একটি ডায়েরিও করেছেন তিনি। লোকজন তাঁকে ফোন করে কুরুচিকর প্রস্তাব দিচ্ছেন বলেও জানান দিল্লির এই বাসিন্দা। প্রয়োজনে ওই ছবির নির্মাতাদের আদালতে নিয়ে যাবেন বলেও ঠিক করেছেন ওই ব্যক্তি।

The post “হ্যালো, সানি লিওন আছেন”… মোবাইলে এল কয়েকশো ফোন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2MxKLy2

No comments:

Post a Comment