Saturday, June 29, 2019

কর্তারপুর করিডোর: পাকিস্তানের সঙ্গে বৈঠকে নতুন প্রস্তাব ভারতের

নয়াদিল্লি: কর্তারপুর করিডোর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার জন্য নতুন তারিখের প্রস্তাব দিল ভারত৷ শনিবার এই খবর প্রকাশ্যে আসে৷ জানা গিয়েছে, গত এপ্রিলে যে আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল, সেই আলোচনার জন্যই ১১-১৪ জুলাই নতুন দিনক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে৷ ধর্মীয় করিডর নিয়ে গত ২ এপ্রিল ওয়াঘা সীমান্তে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। কিন্তু পাক প্রতিনিধিদলে দুই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীর নাম থাকায় আপত্তি জানায় ভারত। এই বিষয়ে পাকিস্তান তাদের বক্তব্য না জানানো পর্যন্ত বৈঠক স্থগিত রাখা হবে বলে জানানো হয়৷

কর্তারপুর করিডর নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে সে সময় ১০ সদস্যের একটি কমিটির ঘোষণা করেছিলেন পাক তথ্য বিভাগের মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন। এই কমিটিতে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গোপাল সিংহ চাওলা ও মণীন্দ্র সিংহ তারার নামও ছিল। গোপাল সিংহ চাওলার সঙ্গে লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ।

কিছুদিন আগে জানানো হয়েছিল, এই করিডোর নিয়ে ভারতের প্রস্তাব মেনে নিতে অস্বীকার করেছিল পাকিস্তান এবং কিছু শর্ত আরোপ করেছিল৷ পাকিস্তানের বক্তব্য ছিল, পূণ্যার্থীরা বিশেষ অনুমতিতেই কর্তারপুরে যাত্রা করতে পারবেন৷ ভারতের প্রস্তাব ছিল, ভারতীয় নাগরিক ছাড়া ওভারসিজ ইন্ডিয়ান কার্ড যাদের রয়েছে তাদেরও এই কর্তারপুর যাত্রার অনুমতি দেওয়া হোক৷ কিন্তু পাকিস্তান জানিয়েছিল, শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই অনুমতি দেওয়া হবে৷

চলতি বছরে গুরু নানকের জন্মের ৫৫০ বছরপূর্তি উপলক্ষে ভারত-পাকিস্তানের মধ্যে করতারপুর করিডর গড়ায় সায় দিয়েছে মোদী সরকার। পঞ্জাব থেকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই করিডর। সীমান্তের ওপারে একই ধরনের করিডর গড়বে পাকিস্তান। এর জেরে উপকৃত হবেন পুণ্যার্থীরা। পাশাপাশি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের করতারপুর গুরুদ্বারে গুরু নানকের সমাধিস্থলে পৌঁছতে সমস্যায় পড়বেন না তাঁরা।

The post কর্তারপুর করিডোর: পাকিস্তানের সঙ্গে বৈঠকে নতুন প্রস্তাব ভারতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IW2Ljw

No comments:

Post a Comment