Thursday, May 30, 2019

উত্তরকাশীর জঙ্গলে ভয়াবহ দাবানল, ১৬৫টি দমকল মোতায়েন

দেরাদুন : জ্বলছে উত্তরাখণ্ড৷ উত্তরকাশীর ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হেক্টর হেক্টর জমি৷ আগুন ক্রমশ ছড়াচ্ছে বলে খবর৷ এদিকে, ১২ই মে অবধি প্রায় ৫৯৫ বার আগুন লেগেছে উত্তরাখণ্ডের জঙ্গলে৷ তেহরি গাড়ওয়াল দেখেছে ৭০টি অগ্নিকাণ্ডের ঘটনা৷

গোটা এলাকা ঘিরে রেখেছেন ১৬৫টি দমকলের ইঞ্জিন৷ তবে বিশেষ লাভ হচ্ছে না৷ ডিভিশনাল ফরেস্ট অফিসার সন্দীপ কুমার জানাচ্ছেন, ২৫০ জন কর্মী কাজ করছেন নিরন্তর৷ কিন্তু আগুন বাগে আনা যাচ্ছে না৷ ঘটনাস্থলে রয়েছে পুলিশও৷ অগ্নিকাণ্ডের উৎসস্থলে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আগুন৷ ২৫ হেক্টর জমি বাঁচানো সম্ভব হয়েছে৷

আলমোড়া জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে৷ পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷

১৩ই মে পর্যন্ত ৭৬টি দাবানলের কারণে আলমোড়া জেলার মোট ১৮৯.২৫ হেক্টর জঙ্গল এলাকা ভস্মীভূত হয়ে গিয়েছে৷ ধ্বংসের মুখ দেখেছে নৈনিতালও৷ অন্যদিকে ১৭০টির মতো দাবানলের ঘটনায় নৈনিতালের প্রায় ১৬৮.২৮ হেক্টর জমি ধবংস হয়ে গিয়েছে।

৭০টি আগুনের ঘটনা ঘটেছে তেহরি গারওয়ালে, ছম্পাওয়াতে ৬০টি, পাউরি গারওয়ালে ৬৮টি, দেরাদুনে ৩৪টি, পিথোরাগড়ে ২৭টি, রুদ্রপ্রয়াগে ২৬টি, বাগেশ্বরে ২০টি, চামোলিতে ১৫টি, হরিদ্বারে ১৩টি, উত্তরকাশীতে ১২টি ও উধাম সিং নগরে ৪টি দাবানলের ঘটনা ঘটেছে।

The post উত্তরকাশীর জঙ্গলে ভয়াবহ দাবানল, ১৬৫টি দমকল মোতায়েন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EHOhBf

No comments:

Post a Comment