Friday, May 31, 2019

সাইকেলে চেপে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন মোদী সরকারের দুই মন্ত্রী

নয়াদিল্লি: বৃহস্পতিবার সন্ধেয় দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরাও। রাইসিনা হিলসে এদিন একের পর এ গাড়ি ঢুকতে দেখা যায়। নেতা-মন্ত্রীরা সিকিউরিটি নিয়ে নামেন রাষ্ট্রপতি ভবনে। কিন্তু এদিন দুই মন্ত্রী অনুষ্ঠানে পৌঁছলেন সাইকেলে চেপে।

সাইকেলে চেপে শপথ নিতে গেলেন বিজেপির মনসুখ লাল মাণ্ডভ্য ও অর্জুন রাম মেঘওয়াল।

মাণ্ডভ্যর সাইকেল ভ্রমণ অবশ্য নতুন নয়। গত পাঁচ বছর ধরেই তিনি পার্লামেন্টে আসেন সাইকেলে চেপে। তবে তাঁর কাছে সাইকেলে চেপে আসাট ফ্যাশন নয় বরং ‘প্যাসন।’

সৌরাষ্ট্রের এক কৃষক পরিবারে জন্ম মাণ্ডভ্যর। মাত্র ২৮ বচর বয়সে তিনি বিধায়ক হন ২০০২ সালে। গুজরাতের বিধায়ক ছিলেন তিনি। বিজেপির রাজ্যসভার সাংসদ মাণ্ডভ্য এদিন দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হিসেবে শপথ নিলেন। প্রথম মোদী সরকারে সড়ক পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

অর্জুন রাম মেঘওয়ালও মন্ত্রী হলেন দ্বিতীয়বার। রাজস্থানের বিকানেরের বাসিন্দা মেঘওয়াল ছিলেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী। ২০১৭-তে মন্ত্রিসভায় রদবদলের সময় মন্ত্রিত্ব পান তিনি। ২০০৯ থেকে সাংসদ তিনি। এবারও নিজের কেন্দ্রে তাঁর তুতো ভাই কংগ্রেসের প্রার্থীকে হারিয়েছেন মেঘওয়াল।

তিনিও এদিন সাইকেলে চেপেই পৌঁছন রাষ্ট্রপতি ভবনে। শখেই সাইকেল চালান এই মন্ত্রী।

The post সাইকেলে চেপে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন মোদী সরকারের দুই মন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EESZ2T

No comments:

Post a Comment