Thursday, May 30, 2019

তৃণমূলের গুণ্ডারাজ শেষ হওয়ার আশা নিয়ে দিল্লিতে মৃত বিজেপি কর্মীদের পরিবার

নয়াদিল্লি: অনুষ্ঠান শুরুর হওয়ার কথা সন্ধ্যা ৭টায়৷ তার নয় ঘণ্টা আগেই দিল্লি পৌঁছে গেলেন বাংলার ৫৪ জন বিজেপি পরিবারের সদস্যরা৷ আজকের সবথেকে বড় মেগা ইভেন্ট নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁরাও আমন্ত্রিত৷ দিল্লিতে পা রেখেই তাদের প্রথম প্রতিক্রিয়া, ‘‘আশা করছি এবার বাংলায় তৃণমূলের গুণ্ডারাজ খতম হবে৷’’

দিল্লি পৌঁছনোর পরই বিজেপির নিহত কর্মীদের পরিবারের সদস্যদের ছেঁকে ধরে সাংবাদিকরা৷ এখানে আসার পর উচ্ছসিত সকলে৷ সংবাদমাধ্যমের কাছে জানান, মোদীর শপথে আসার আমন্ত্রণ পেয়ে তারা সম্মানিত বোধ করছেন৷ সেই সঙ্গে আজ তারা খুব খুশিও হয়েছেন৷ এক বিজেপি কর্মী জানান, দলের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের প্রকৃত সম্মান দিয়েছে বিজেপি৷ ‘শহিদদের’ প্রকৃত সম্মান ও মর্যাদা বিজেপি দিতে পারে৷ তারপরেই মৃত পরিবারের সদস্যদের মন্তব্য, এবার বাংলা তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পাবে৷

বাংলায় রাজনৈতিক হিংসার বলি বিজেপির ৫৪ জন কর্মীর পরিবারের সদস্যদের মোদীর শপথ গ্রহণে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়৷ বুধবার বিকেল চারটে পঞ্চাশে নিউদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে চেপে সকলে রওনা দেন দিল্লি৷ বিজেপি তাদের ট্রেনের টিকিট ও থাকার বন্দোবস্ত করে দেয়৷

এদিকে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েও পরে না যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানান, প্রধানমন্ত্রীর শপথগ্রহণের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন৷ কিন্তু বিগত কিছু সময় ধরেই সংবাদ মাধ্যমে উঠে আসা খবর থেকে তিনি জানতে পারেন বাংলায় ৫৪ বিজেপি কর্মী নিহত হয়েছে রাজনৈতিক হিংসায়, যা সত্য নয়৷ বাংলায় ‘পলিটিক্যাল মার্ডার’ হয়নি৷ পারিবারিক সমস্য়া বা অন্য কোনও কারণ তার পিছনে থাকতে পারে বলে তাঁর মত৷ তাই তিনি এই শপথগ্রহণ অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান৷

The post তৃণমূলের গুণ্ডারাজ শেষ হওয়ার আশা নিয়ে দিল্লিতে মৃত বিজেপি কর্মীদের পরিবার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2X9Bxe1

No comments:

Post a Comment